পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত—মালাধর বস্থ— ৫শ শতাব্দী। ఇు কেয়ুর কুণ্ডল হার সহস্ৰ ফণা ধরে। শঙ্খ চক্র গদা পদ্ম দেখি গদাধরে॥ লক্ষ্মী সরস্বতী দেবী দেখে দুই পাশে। দুই ভাই দেখি অত্রর মনে মনে হাসে। কুলে ছিল রাম কৃষ্ণ কেমনে আইল এথা। কুলে আসি দেখে রাম কৃষ্ণ আছে তথা॥ পুনরপি জলে নামি দেখে দুই জনে। অদ্ভুত দেখিয়া অকুর ভাবে মনে মনে॥ আজি পুণ্য-প্রভাত কিবা পোহাইল মোরে। চতুভূজ মূর্ত্তি দেখিলাম গদাধরে। কোটি জন্মের পাপ মোর খণ্ডিল বন্ধন। আমারে সদয় হৈলা দেব নারায়ণ॥ স্নান সমৰ্পি (১) তবে অক্রর চলিল। কৃষ্ণ সনে রথে চড়ি মথুরা আইল। নন্দ আদি গোপ যত থাকি মধুরা নিকটে। বিলম্ব করিয়া আছে রহিয়া শকটে॥ হেন কালে অক্রুর আসি বলিল তাহারে। অজয়ের প্রার্থনা। বাসা করি রহ আজি আমার মন্দিরে॥ আইস আইস মোর ঘর রাম দামোদর। পদ-রজ দিয়া শুদ্ধ কর মোর ঘর। তোমার পদ-রজ-গঙ্গা ত্রৈলোক্য ভিতরে। মুক্তি-পদ পায় তথায় যেই জন মরে॥ হেনই চরণ গোসাঞী আমুক মোর ঘরে। সবান্ধবে পবিত্র আমা কর দামোদরে॥ তবে গোবিন্দাই বৈল তার হাতে ধরি। রাজা সম্ভাষিয়া যাব তোমার নগরী॥ আমি উতরিব আজি রম্য এক স্থানে। প্রভাতে চলিব সব রাজা সম্ভাষণে॥ কৌতুক আমার আছে মনের ভিতরে। ঘরে ঘরে ফিরিব আজি মথুরা ভিতরে। (১) সমাপিয়া=সমাপন করিয়া।