পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

영업이 মন্ত্রণা ও কংসের আদেশ। রাজদ্বারে হস্তি-সমীপে নর্তক-বেশধারী রাম কৃষ্ণ। কুবলয়-হস্তিবধ। কুবলয়াপীড় হস্তার নাম। বঙ্গ-সাহিত্য-পরিচয়। ভৈরব রাগ। দেখিব সকল লোক মঞ্চেতে বসিয়া। বসুদেব দৈবকীরে আন ডাক দিয়া। এক মঞ্চে বসিয়া দেখুক পুত্রের মরণ। হস্তী ঘোড়া রথ আন করিয়া সাজন॥ কুবলয় (১) হস্তী রাখ মধ্য দুয়ারে। আসিতে নন্দের পুত্র দন্তে যেন মারে। তথা যদি নাহি মরে সেই দুই জন। মল্লযুদ্ধ করাইয়া বধিব জীবন॥ আদেশিয়া সর্ব্বজনে মঞ্চের উপরে। অস্ত্র লয়ে উঠে তাহে কংস নৃপবরে। তথা রাম কৃষ্ণ তবে প্রভাতে উঠিয়া। যমুনার কুলে স্নান আচরিল গিয়া। নানা অলঙ্কার পরি উত্তম বসন। নৃত্যকের বেশ ধরি করিল গমন॥ ছাওয়াল সংহতি তবে নড়িলা দুই ভাই। কর লৈয়া গেল নন্দ কংস-রাজার ঠাএী॥ কর লয়ে আদেশ তবে দিল নৃপবর। মল্লযুদ্ধ দেখ উঠি মঞ্চের উপর। হেথা পশ্চাতে যান রাম দামোদরে। হাসিতে হাসিতে যান রাজার দুয়ারে॥ দ্বারের মধ্যেতে হস্তী আড় হয়ে রয়। যাইতে না পারে কৃষ্ণ মাহুতেরে কয়॥ পথ ছাড়িয়া দেহ রাজার ঠাই যাই। পথ ছাড়ি না দিলে তোমার গতি নাই॥ রুষিল মাহুত শুনি কৃষ্ণের বচনে। হস্তী হাকারিল কৃষ্ণ মারিবার কারণে॥ রুষিয়া আইল হস্তী কৃষ্ণ মারিবারে। লাফ দিয়া পাছু লেজ ধরে গদাধরে। দন্তে ধরিতে শব্দ বিপরীত করে। শুণ্ডে বেড়ি মারিবারে যায় দামোদরে॥