ዓፄ:: রাজসভায় চাকুরের প্রবেশ ও কৃষ্ণের প্রতি উক্তি। বঙ্গ-সাহিত্য-পরিচয়। যমল অর্জুন দুই বৃক্ষ যে তাঙ্গিয়। বৎসক মারিল এই গোঠ মাঝে নিয়া॥ অঘাসুর মারি এই বক বধ কৈল। ধেনুক মারিয়া বনে তাল যে খাইল॥ দাবাগ্নি ভক্ষণ এই কৈল শিশুকালে। প্রলম্ব মারিয়া গরু রাখিল গোপালে ৷ যমুনা হইতে এই কালী ঘুচাইল। পর্ব্বত ধরিয়া এই গোকুল রাখিল। অরিষ্ট কেশীকে এই করিল নিধন। সৰ্পে হৈতে নন্দে এই করিল বিমোচন॥ গোপবধু লয়ে ক্রীড়া কৈল গদাধরে। নিধন করিল এই ব্যোম অমুরে॥ মথুরা প্রবেশে এই রজক মারিল। কুজী সুন্দরী করি (১) ধনুক ভাঙ্গিল। কুবলয় হস্তী মারি মধ্য হুয়ারে। এত কর্ম্ম করি দুহে সান্ধাইল (২) ভিতরে॥ এ কথা কহিতে হৈল মহা গণ্ডগোল। নানা বাদ্য বাজে কেহ না শুনয়ে বোল॥ মেঘ মল্লার। তবেত চামুর (৩) আসি সভার ভিতরে। বোল দুই চারি বলিল নন্দের কুমারে। বনে থাক গরু রাখ নন্দের ছাওয়াল। মল্লযুদ্ধ শুনি বড় হরিষ অন্তর॥ রাজাকে সন্তোষ পূজা করে সর্ব্বক্ষণ। রাজা সুখী হৈলে ভালবাসি সর্ব্বজন। মল্লের যুদ্ধ রাজা দেখিব কৌতুকে। তোমা দুহার সনে যুদ্ধ বড় পাব মুখে॥ সুসজ্জা করিয়া মল্প-যুদ্ধ কর আসি। কৌতুক দেখিবে লোক মঞ্চ-সভায় বসি॥ (১) কুজাকে সৌন্দর্য্য প্রদান করিয়া। (২) প্রবেশ করিল। (৩) কংসের মল্ল-বীর।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯০০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।