পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᏄᏄ8 চালুর-বধ। মুষ্টিক-বধ। অপরাপর মল্ল বধ ও কংসের ভীতি ও আদেশ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। বসুদেব দৈবকী পুত্রের মুখ চাই। হাহাকার করিয়া চিন্তেন গোবিন্দাই॥ না জানি পুত্রের বল মনে মনে গুণি। কেমনে মল্লের ঠাঞী বাচিবে পরাণি॥ বাপ মায়ের চিন্তা দেখি শ্রীমধুস্তদন। শক্র মারিবারে মন কৈল নারায়ণ॥ নানা মত প্রকারে মহারণ কৈল। আচম্বিতে কোলে তার কৃষ্ণ সান্ধাইল। দুই পায় ধরি তার আছারিয়া মারি। বাম হাত দিয়া তার গলা চাপি ধরি॥ ডাহিন হাতে মুটুকি মারি ভাঙ্গিল দশন। মুখে নাকে রক্ত পড়ে ঘোর দরশন॥ দেখিয়াত চমৎকার সর্ব্বজনে কৈল। বালক হইয়া কৃষ্ণ মহারণ কৈল॥ মহাবীর চালুর সেই ঘা সহি। কৃষ্ণ ফেলাইয়া বলে আজি যাবে কহি॥ ধরিয়া কৃষ্ণের চুল মুট্‌কিত মারে। কুপিয়া কানাই পুনঃ ধরিল তাহারে। মধ্যদেশ ধরি তারে আছাড়িয়া মারি। প্রাণ ছাড়িয়া চালুর গেল যমপুরী॥ মুষ্টিক বলদেবে হইল মহারণ। চানুর সহিত যেন কৈল নারায়ণ॥ বলাই সহিত মুষ্টিক মহারণ কৈল। পড়িলা মুষ্টিক তবে বলাই বসিল॥ চাপনের ভরে দুষ্ট মারিল অসুরে। জয় জয় শব্দ হৈল সকল সংসারে॥ চালুর মুষ্টিক তবে মরিল দুই জনে। আর মল্ল ডাকি কংস আনিল ততক্ষণে॥ যত মল্ল আনিল সবার বধিল জীবন। প্রাণ লয়ে পলাইল যত মল্পগণ॥ “ দেখিয়াত কংস রাজা চিন্তিল অন্তরে। দুষ্ট দূর কর আজ্ঞা করিল নৃপবরে।