영업t" কৃষ্ণের মৃত্তিক-ভক্ষণ। কুকের মুখমধ্যে যশোদার ব্রহ্মাণ্ড-দর্শন। বঙ্গ-সাহিত্য-পরিচয়। মানাইতে নারিএ কখন। এখন তোমার কাছে সাধু যেন বসিয়াছে বিচারিয়া করহ দমন॥ মায়ের সমুখে বাণী লজ্জা পাএ চক্রপাণি ভয়ে আখি করে ছল ছল। দেখিয়া পুত্রের মুখ হৃদয়ে লাগিল দুঃখ হাসি মিথ্যা করিল সকল॥ না লাগিল আদাশ (১) হরি মনে মনে হাস গোপিকা চলিলা নিজ বাসে। কলিযুগে চৈতন্ত প্রেমরসে কৈল ধন্ত দ্বিজ মাধব রস ভাষে॥ শিশুগণ সঙ্গে হরি খেলে হরষিত। মৃত্তিকা ভক্ষণ কৈল সভার বিদিত॥ বলভদ্র আদ্য করি সব সহচর। যশোদার ঠাঞি গিয়া কহিল সত্বর॥ শুনিএ যশোদা পুত্রে আনে করে ধরি। আখি পাকল করি বাক্য বলে ক্রোধ করি। আরে কানু কি লাগিয়া মৃত্তিকা খাইলে। দধি দুগ্ধ থাকিতে মাটিতে মিঠা পাইলে॥ বলিতে লাগিল কৃষ্ণ সভয় নয়ন। মৃত্তিকা খাইল হেন বলে কোন জন॥ রাণী বলে তোমার যতেক সঙ্গ-ভাই। আপনি বলাই বলে তোমার জ্যেষ্ঠ ভাই॥ এ বোল শুনিঞ ত্রাসে বোলে গোবিন্দাই। মিথ্যাবাদ দেয় আমি মাটী নাহি খাই॥ কই মাট খাইল হের মুখ দেখ মা। রাণী বলে সত্য যদি তুমি কর হা॥ বদন মেলিল প্রভু জগত-আধার। তথির ভিতরে রাণী দেখিল সংসার॥ (১) প্রার্থনা মঞ্জুর হইল না।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯০৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।