পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত–মাধবাচার্য্য—১৬শ শতাব্দীর পূর্বাদ্ধ। ৭৭৯ একদিন রাণী যশোদা জননী প্রভাতে কৌতুক বিধি। নিজ-দাসী যত গৃহকর্ম্মে রত বাল্য-লীলা। আপনি মথয়ে দধি॥ ক্ষৌম পরিধান ঘন পাশ-টান ঘর্ম্মমুখী কুচ দোলে। কর-বিগলিত মালতী-মণ্ডিত কুণ্ডল চারু বিলোলে॥ দেখি বনমালী ছাড় ছাড় বলি ধরিল মন্থন-দড়ি। স্তন দিতে পুতে দুগ্ধ উথলিতে রাণী ধাএ হরি এড়ি॥ পেট নাহি ভরে কোপে দন্ত সারে কম্পিত বিম্ব-অধরে। ভাণ্ড ভাঙ্গি ননী খাএ চক্রপাণি কথো লইয়া যায় দূরে ৷ হরি উদুখল উপরে বসিয়া। মরকট ছাএ সেই ননী খাএ ত্রাসে পথ-পানে চাহিয়া॥ দুগ্ধ ওলাইয়া যশোদা আসিয়া পুত্রকর্ম্ম দেখি হাসে। দুরে দেখি হরি হাতে নড়ি করি ধাএ মারিবার আশে॥ স্বারে যোগি-জনে না পায় ধেয়ানে তারে ধাএ ব্রজনারী। কত কত জন্ম কৈল শুভ কর্ম্ম কেবা বলিবারে পারি। হরি দেখিয়া হাতে বাড়ি। উদুখল ভয়ে ছাড়িয়া পলাএ তথায় সাজিল ধাড়ি॥ মত্ত করিকুল জিনি মহাবল আগু যার রডায়ড়ি।