Գե-Ջ বঙ্গ-সাহিত্য-পরিচয়। বিশ্বের মঙ্গলধারী রিপুকুল-ক্ষয়কারী বসুদেব-স্থত যদুপতি। মুঞি তব ভৃত্য-স্থত ইবে হঙ পরিচিত নারদের প্রসাদে মুকতি॥ ভারাবতারণে হরি যাইব গোকুল পুরী তবে হব শাপ-বিমোচন। তোমার কৃপার হেতু তরিবারে পাপসেতু ইবে দেখি তোমার চরণ॥ সবংশে পবিত্র মোর দেখিয়া চরণ তোর জানিল করুণাময় তুমি। আর কিছু নাহি দায় এই মাগো তুয়া পায় জন্মে জন্মে দাস হব আমি॥ চৈতন্ত-চরণ-ধন সার করি আভরণ দ্বিজ মাধব রস গানে। শ্রীযুত ঠাকুর পণ্ডিত তিহো হন সুবিদিত সোই এই রস ভাল জানে॥ গোচারণের মাঠে। নিশি-অবশেষ-ক্ষণে বিপিনে ভোজন মনে যার যেই নিজ পরিধানে। বৎস বাল সহচর বাণী আদি তৎপর প্রবোধে বিশাল চারু সানে॥ চলিল। যাদব রায় বৎস রাখিবারে। শু্যাম-সুন্দর তন্তু পুরিছে গোক্ষর রেণু ইন্টাবর পরাগ ধুসরে। শুনিয়া বিশাল রব বরজ (১) বালক সব বৎস লৈয়া ধাএ আগুয়ানে। কান্ধে শিঙ্গা বেত্র করে বেণুর নিশান পূরে রঙ্গে রঙ্গে চলিলা যোগানে॥ অসংখ্য গভীর পাল সহস্র অবধি বাল যার যেই নিজ পরিমিতে। (১) ব্রজ।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।