পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

abrや বঙ্গ-সাহিত্য-পরিচয়। হাণ্ডিয়া হাণ্ডিয়া (১) তাল পড়ে তুরহের। ছরজুরি শব্দ শুনি ধাইল অস্থর॥ কে রে কে রে বলি বেগে ধাইল ধেনুক। লেখা যোখা নাহি যত ধাইল অস্থর॥ ক্ষুরের আক্ষেপে মহী করে টলমল। স্থাবর জঙ্গম যত কঁাপিছে সকল॥ আসিয়া দেখিল সেই হলী (২) মহাবীরে। সঘনে নিশ্বাস বহে কম্পিত শরীরে॥ উচ্চ নাদ করিয়া পাছর দুই পায়। বুকে এক লাথি মারি বেগে পাছ যায়॥ পুনরপি রণমুখে আইসে গর্জিয়া। তাহা দেখি বলভদ্র ফিরিল হাসিয়া॥ বাম করে ধরিয়া পাছর দুই পায়। উদ্ধ করি বার কথো (৩) ফিরাইল তায়॥ আছাড়ি ফেলিল এক তালের উপরে। ভাঙ্গিয়া পড়িল গাছ সেই মহাভরে॥ ঠেকাঠেকি তালবন পড়ে ভাঙ্গি ভাঙ্গি। পড়িল ধেনুক সব শিশু হৈল রঙ্গী॥ ধেনুক-নিধন দেখি যত দৈত্যগণ। রামকৃষ্ণ প্রতি ধাএ করিয়া গৰ্জ্জন॥ কুতূহলে দুই ভাই দেখি রিপূভাগে। ঠেঙ্গে (৪) ধরি ধরি ফেলে তাল গাছের আগে। মরিল অসুর সব ভাঙ্গে তাল-বন। একাকার হৈয়া মহী রহিল তখন॥ কাল কাল অসুরগুলা শু্যামল-বরণ। আকাশে হইল যেন নবেদিত ঘন॥ আকাশে থাকিয়া হরষিত দেবগণ। জয় জয় নাদে করে পুষ্প বরিষণ। কৌতুকে বালক সব ইছিয়া বাছিয়া। গন্ধলোভে খাইল তাল উদর ভরিয়া॥ (১) হাড়ির মতন বড় বড়। (২) হলধর = বলরাম। (৩) কতেক বার। (৪) পদে।