Asや বঙ্গ-সাহিত্য-পরিচয়। হৃদয় কম্পয়ে মোর বিদরে পরাণ। না জানি কালুর বনে কিবা অকল্যাণ॥ কান্দিয়া বিকল নন্দ যশোদা রমণী। রোহিণী সুন্দরী আদি যতেক গোপিনী॥ বলরামে কোলে করি কন্দে ব্রজনাথ। কৃষ্ণের কি হৈল বলে গোকুলে উৎপাত॥ অনন্ত পুরুষ বল্য (১) ভাবিল হৃদয়। অন্তরে জানিয়া তত্ত্ব গোপগণে কয়॥ চল সবে যাব বনে কৃষ্ণ-অন্বেষণে। দৈত্য দানব বুঝি কৃষ্ণে পাইয়া বনে॥ একক দেখিয়া কৃষ্ণে আমি নাই সঙ্গে। প্রবৃত্ত হয়েছে সবে ঘোর রণ-রঙ্গে ৷ না কর বিলম্ব চল শীঘ্রগতি ধেয়ে। মন্দিরে আনিব কৃষ্ণ তল্লাস করিয়ে॥ অনন্ত-বচনে নন্দ আহীরী সকল (২)। রামে আগে করি চলে হৃদয় বিকল ৷ লোহেতে পূর্ণিত আখি পথ নাহি দেখে। কৃষ্ণের লাগিয়া তারা মহা মনোহুঃখে॥ কোন পথে গেল কামু কহ বলরাম। কোথা গেলে পাব পুত্র নব ঘন-শ্রাম॥ বলরাম বলে সভে স্থির কর প্রাণ। এখনি পাইব কৃষ্ণ কমলনয়ন॥ বলরাম বলে কানু গেছে এই পথে। বাছুরী বালক সঙ্গে গেছে যুথে যুথে। সুকোমল তৃণে চরি গেছে বৎস গাঞি। নাদ মুত্র পড়িয়াছে দেখ ঠাঞি ঠাঞি। হের দেখ কৃষ্ণপদ ধরণী উপর। ধ্বজবজাঙ্কুশাম্বুজ-চিহ্ন মনোহর। এই পথে গেছে কৃষ্ণ ইথে অন্ত নাই। চলিল গোয়ালা সব সেই পথ বাই ৷ (১) অনন্তদেব বলরাম। (২) গোপগণ।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।