পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নন্দের শোক। অপরাপর গোপ-গোপী ও রাধিকার শোক। বঙ্গ-সাহিত্য-পরিচয়। পাপ প্রাণে কিবা কায পশিব কালিন্দী-মাঝ ঐ কালি খাউক আমারে॥ কান্দে নন্দ ব্রজনাথ শিরে মারে করাঘাত কোথা গেল পুত্র যাদুমণি। তোমার গুণের কথা ভাবিতে অন্তরে ব্যথা তব শোকে ত্যজিব পরাণি॥ শিশুকাল হৈতে যত গুণ সে স্মরিব কত নানা কর্ম্ম করিলে গোকুলে। পুতনা শকট তৃণ ভাঙ্গিলে যমলাৰ্জ্জুন বৎস বক বিপিনে বধিলে। দুৰ্জ্জয় অঘার ঠাঞি এড়াইলে গোবিন্দাই বিক্রমে বিশাল যাহূ মোর। গৰ্গমুনি যে বলিল সে সব প্রত্যক্ষ হৈল মরিব না দেখি মুখ তোর॥ গোপ গোপী আদি যত সবে হৈল মৃত্যুবত রাধিকার কাকুতি অপার। সাধ করিয়াছি মনে মরিব তোমার সনে না বঞ্চিহু নন্দের কুমার॥ গোধন লইয়া বনে যাও আইস শিশুসনে দেখিয়া উষত (১) বাসি মনে। রূপে গুণে অনুপম তুমি রসময় শুাম নিরাশ না কর গোপীগণে॥ গোপ গোগী আদি শিশু কৃষ্ণগুণে কান্দে পশু ফণি-মধ্যে দেখিয়া গোপালে। তবে নন্দ যশোমতী নিরূপণ করে যুক্তি বাপ দিব যমুনার জলে॥ ইহ দেখি হলপাণি অনন্ত-মহিমা-মণি অন্তর্য্যামী পুরুষ প্রধান। (১) উল্লাসিত।