ভাগবত—শু্যামদাস—১৬শ শতাব্দী। ইঙ্গিত বুঝিয়া মনে প্রবোধে গোয়ালাগণে শুন সবে স্থির কর প্রাণ॥ কালিয়ে দমন করি এখনি আসিবে হরি কূলে বসি দেখ সর্ব্বজন। গোপ গোপী প্রবোধিয়া গোবিন্দ বদন চাইয়া বলরাম ডাকে ঘনে ঘন॥ হেদেহে দয়াল হরি আকুল গোকুল পুরী মৃতকল্প নন্দ যশোমতী। শীঘ্র আসি দেহ দেখা গোপ গোপী কর রক্ষা মায়া পরিহর যদুপতি॥ অখিল ভূবনপতি বলা বোলে অবগতি গোপগণে কাতর দেখিয়া। দুঃখী শুামদাস গানে ঠেলি ফেলে ফণিগণে কালিমুণ্ডে চড়ে বিনোদিয়া॥ গোকুল আকুল দেখি নন্দের গোপাল। ঠেলিয়া ফেলিল যত ভুজঙ্গম-জাল॥ কেবল কুলিশ-অঙ্গ কমল-লোচন। শরীর বাড়িল ছিণ্ডি পড়ে নাগগণ॥ কালিয় প্রবল খল জন্ম অনুসারে। অনেক দংশন কৈল কৃষ্ণ-কলেবরে॥ অমিয়-সাগর কৃষ্ণ দীন দয়াময়। বজ্র-অঙ্গ ঠেকি দস্ত খণ্ড খণ্ড হয়॥ কালির বদন দিয়া বিষ রক্ত পড়ে। কৌতুক করিয়া কৃষ্ণ তার মুণ্ডে চড়ে। গুরুতর ভার কৃষ্ণ কালির উপরে। চক্রাকার হইয়া কালি জলমধ্যে ফিরে॥ কালির সহস্র মুণ্ডে ফণা পসারিয়া। মুণ্ডে মুণ্ডে নাচে রঙ্গে হাম বিনোদিয়া॥ দুঃখী স্যাম বলে কৃপাময় যদুরায়। কৃষ্ণ-মুখ দেখি গোপ গোপী প্রাণ পায়॥ Գ:ՏՏ বলদেবের অীশ্বাস দীন। কালিয়-মন্তকে কৃষ্ণ। কৃষ্ণ-সন্দর্শনে আনন্দ।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯২৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।