পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ-সাহিত্য-পরিচয়। - جہ سb উদ্ধব, প্রিয় গুণনিধি। পাইলু পরশমণি বিড়ম্বিল বিধি। মাঘেতে মাধব সঙ্গে এ মণি-মন্দিরে। মহারঙ্গে রমিব মানস নিরন্তরে॥ মাধবী মল্লিকা লতাকুঞ্জের ভিতরে। মনে না জানিল হরি যাবে মধুপুরে। উদ্ধব, মরিহে বুঝিয়া। মনে করি মরিব মাধব স্মঙরিয়া (১)॥ ফাল্গুনে ফুটিল ফুল দক্ষিণ পবনে। ফাগু থেলে নন্দলাল প্রফুল্ল কাননে॥ ফুলের দোলায় দোলে শু্যাম নটরায়। ফাগু মারে গোপিনী মঙ্গল-গীত গায়॥ উদ্ধব, ফাটিয়া যায় হিয়া। ফুকুরি ফুকুরি কান্দি শুাম স্মঙরিয়া॥ চৈত্রেতে চাতক পক্ষী ডাকে মন্দ মধু। সচেতন না রহে অঙ্গ না দেখিয়া বন্ধু॥ চিত্ত নিবারিব কত বিরহ-ব্যথায়। চিতা যেন দহে দেহ বসন্তের বায় ৷ উদ্ধব, চিত্ত ছল ছল করে। চঞ্চল চড়ই যেন পড়িয়া পিঞ্জরে। বৈশাথে বিষের বাণে মলয়ের বায়। বিরহী বিকল করে কোকিলের রায় (২)॥ বাসা ভাঙ্গি বল্লকী করিব তোরে দূৰ। বন্ধুরে আনিয়া দেহ গিয়া মধুপুর। উদ্ধব হে, বিস্মরণ নয়। বুকেতে বিষের শেল বাহির না হয়। জ্যৈষ্টেতে যমুনা-জলে যাদব-সংহতি। জল-কেলি করে রঙ্গে যতেক যুবতী॥ (১) স্মরণ করিয়া। (২) রবে।