পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ه سرا বঙ্গ-সাহিত্য-পরিচয়। বিগলিত নিবীবন্ধ কামে বিমোহিতা। লাজে ভয়ে ব্যাকুলিত সিদ্ধের বনিতা ৷ শুন শুন গোপী আর বড় অদ্ভুত। করয়ে মোহন লীলা সদা নন্দসুত। অচল তড়িত তুণ উরে হার হাসে। ভয়ার্ত্ত জনার দুঃখ কটাক্ষে বিনাশে। যখন বাজায় বেণু ঐ বৃন্দাবনে। যুথে যুথে মৃগ বৃষ মিলয়ে গোধনে॥ শ্রবণ তুলিয়া দন্তে তৃণ ধরি রছে। চিত্রের পুতলী যেন প্রভু-মুখ চাহে ৷ নব দল ময়ুর চন্দ্রিক চারু কেশ। বিচিত্র পল্লবে চারু ধরে মন্দ বেশ ৷ যখনে মুকুন্দ বেণু বাজায় মধুর। তখনে সকল নদীর গতি হয় দুৱ ৷ হরিয়া চরণ-রেণু আনিবে পূবনে। এই মনে ভাবিয়া থাকল্পে নদীগণে॥ শিশুগণে নিজগুণ গায় চারিপাশে। বনে বনে বিহার করয়ে নটবেশে॥ নাম ধরি যবে বেণু ডাকে বড় ঘনে। তখনে প্রাণীর ধর্ম্ম হয় তরুগণে॥ সর্ব্বভূতে বৈসে হরি প্রভু দয়াময়। লতাবলী প্রকট করিল অতিশয়॥ প্রেমভরে পুলকিত মধু-ধারা বহে। ভক্তের লক্ষণ ধরি তরু লতা রহে॥ দিব্যগন্ধ তুলসী ললিত বনমালে। অলিকুল বেণুরব করে অনুকূলে॥ মোহন তিলক বেণু পুরয়ে সন্ধানে। হংস সারস আসি মিলয়ে তখনে॥ জলচর বেণুরবে হঞা বিমোহিত। সরোবর তেজিঞা দাণ্ডায় চারিভিত॥ মুদিত নয়ন করে চিত্ত সমাধান। নিঃশব্দে রহে কৃষ্ণ করিয়া ধেয়ান॥