পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(১) সাবধানে। ভাগবত—রঘুনাথ ভাগবতাচার্য্য-রচনাকাল ১৫১০-১৫১৫ খৃঃ। b రి (k শুন ব্রজবধু আর বিচিত্র কথনে। রাম কৃষ্ণ রহে তথা তট-উপবনে॥ বেণুরবে ত্রিজগৎ করে হরষিত। তখনে মেঘের গতি মন্দ গৱজিত॥ ঈশ্বর-লক্ষণ জানি কেহ কোন মতে। মন্দ মন্দ গরজে গগন সাবহিতে (১)। ছায়া করি ছত্র ধরে পুষ্প বরিষণ। এমন মেঘের ধর্ম্ম দেখিল তখন॥ শুন হে যশোদা তুমি পূণ্যবতী নারী। তোমার পুণ্যের কথা কহিতে না পারি॥ ধ্বজ বজ্র বিরাজিত চরণকমলে। যখন বেড়ায় কৃষ্ণ গোকুল-মণ্ডলে। তখনে দেখিয়ে তার রূপ মনোহর। আমি সব তখনে না জানি নিজ পর॥ বসন ভূষণ কেশ তখনে পাসরি। কেবল থাকল্পে যেন বৃক্ষ ভাব ধরি॥ নব দল তুলসী ললিত বেশ ধরি। মনে করি গোধন গণয়ে বনমালী॥ o অনুচর বালকের কান্ধে বাম হাত। তখনে মোহন বেণু বাজান গোপীনাথ। বেণুনাদে বিমোহিতা বনের হরিণী। পতি স্থত তেজিয়া সেবয়ে যদুমণি॥ ছাড়িল কৃষ্ণের গুণে পতি স্থত দয়া। হেন প্রভু বিহরে গোপালরূপ হঞা॥ কুন্দ কুসুম দাম সুললিত বেশ। ব্রজশিশু মাঝে নটবর হৃষীকেশ ৷ যখনে তোমার পুত্র করিয়া বিহার। হরয়ে গোপীর চিত্ত নন্দের কুমার। যখনে মলয় বায়ু বহে স্বশীতল। চৌদিকে বেড়িয়া রহে গন্ধর্ব্ব কিন্নর॥ কেহ নাচে কেহ গীত স্বমধুৰ গায়। হেন অপরূপ লীলা করে স্বছ রায়।