পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত—রামকান্ত–১৬শ শতাব্দী। Ե- օ Գ নিজ পতি হারা হৈয়া যেন মৃগীগণ। তরাসে পড়িল তার হরিয়া চেতন॥ যেরূপে করিলা হরি বিহার-বিলাস। যেন গতি যেন লীলা যেন মন্দ হাস॥ সেহি সেহি চরিত্র করয়ে ব্রজনারী। সেহি অবলম্বনে রহিলা চিত্ত ধরি॥ কৃষ্ণরূপ আপনে ভাবিল ব্রজরামা। সেহি লীলা করি গোপী পাসরে আপনা! সব গোপী মিলিয়া গোপাল-গুণ গায়। বনে বনে ব্রজনারী চাহিয়া বেড়ায়। উনমত্ত হৈয়া গোপী পুছে গোপীগণে। গোপীগণের আত্মতোরাকি দেখাছ যাইতে নন্দের নন্দনে॥ বিস্তুতি। কহ কহ তরুগণ দেখিলে কিরূপ। আমাকে কহিবে তুমি করিয়া স্বরূপ। শুনহ অশ্বখ বট কহ সাবধানে। প্রাণ হরি নন্দসুত গেলা এহি বনে॥ কহ কুরুবক তরু পলাশ অশোক। কহ রে কেতকীগণ কহ রে চম্পক॥ গোপীগণে পুছে তোরা দেখেছ এ পথে। বলরাম অগ্রজ সহজে অনুমত্তে॥ নারী দৰ্প হরে তার এহি সে বড়াই। সহজেই শিশুবুদ্ধি চপল কানাই। শুন হে মালতী মালী শুন জাতি যুী। এ পথে গেলেন হরি করিয়া পীরিতি॥ শুন হে কদম্ব চুত পলাশ পিয়াল। কহরে কুবিস্ব নিম্ব তমাল মন্দার॥ যমুনার তীরে তোরা বৈস তীর্থবাসী। দুঃখিনী গোপিকাগণে তোমাকে জিজ্ঞাসি ৷ ধন্ত তীর্থবাসী সবে কর পরহিত। কহ কৃষ্ণ-উপদেশ স্থির হৌক চিত। কহ রে পৃথিবী তুমি কোন তপ কৈলে। গোবিন্দ-চরণের চিহ্ল হৃদয়ে ধরিলে ৷