ভাগবত— নরহরি দাস—১৬শ শতাব্দী। b"><) যথায় খেলেন কৃষ্ণ সখার সহিত। গোপবেশ ধরি পাপ তথা উপনীত॥ চুড়া ধড়া গুঞ্জাহার কনকভূষণ। গোপবেশধারী প্রলম্ব। হাসি হাসি পাচুনি ঘুরায় ঘনে ঘন॥ লখিতে না পারে কৃষ্ণে সব অনুচর। বুঝিতে পারিলা সব রাম দামোদর॥ রাম শুম দুইজন করে ঠারাঠারি (১)। খেলা-ছলে বিনাশ করিব এই অরি। হাত ধরাধরি করি দোহে চলি যায়। খেলিতে খেলিতে গেল ভাণ্ডীর তলায়॥ দেও দেখি দেওয়ারির (২) হইল হরষ। সব সহচর মেলি করে পরামশ। না জানি কেমন খেলা খেলিব সে আজি। খেলারসে পরাক্রম কার কত বুঝি। . কেহ কেহ বলে ভাই খেলিব কি খেলা। খেলিব গেড়য়া (৩) আজি কহে নন্দবালা ৷ ভাল ভাল বলিয়ে সভাই সায় দিল। গেড় খেলা। বনফুল তুলি সভে গেছুয়া বানাল॥ এস এস যুটে যুটে লহ সব থেলি। লুফিব ফুলের গেড় সব খেলি মেলি ৷ খেলিব গেড়য়া ভাই আগে কর পণ। কান্ধে করি বহিবেক হারিবে যে জন ৷ যার খেলি (৪) এই গেড় লুফিতে নারিবে। লুফিতে নারিলে তারা সভাই হারিবে৷ রাম শুাম প্রধান হইল দুই জন। ফলনাম রাখারাখি করে শিশুগণ॥ বাটি বাটি শিশুগণ লইল সব যুথে। আপনি অসুরে নিল ব্রজরাজস্থতে॥ (>) পরস্পরের প্রতি চকুর ইঙ্গিত। (২) দৈত্য দেখিয়া দৈত্যারির। (৩) ফুলের বল তৈয়ার করিয়া তাহ উদ্ধে ছড়িয়া পুনরায় ধরা। (৪) খেলার সাথী।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।