bアン8 বঙ্গ-সাহিত্য-পরিচয়। দাণ্ডাইয়ে শিশুগণ হয় দুই ভাগে। ছিদাম হইল খেলি বলরাম-দিগে ৷ মহাসুখে শিশুগণ আরম্ভিল খেলা। ফুল গেঢ় লয়্যা সভে খেলিতে লাগিলা ৷ খেলিতে খেলিতে থেলা ভাবে ভগবান। ভক্তের নিকটে আমি নহি বলবান॥ আমিহ জিনিলে মোর হারিবে ছিদাম। অস্থর পাষণ্ড কি বহিবে বলরাম ৷ মোর অংশ বলরাম কিন্তু হয় জ্যেষ্ঠ। সর্ব্বথা আমার ভক্ত আমা হৈতে শ্রেষ্ঠ॥ ইহা ভাবি খেলায় হারিল কৃষ্ণচন্দ। বলাএর খেলিগণ পরম আনন্দ॥ জিনিলাম খেলায় আমাদিগে কর কান্ধে। ধড়া আঁটি দাড়াইল চাপিবার ছন্দে॥ ভাবের অধীন প্রভু যাঙ বলিহারি। ছিদামেরে কান্ধ পাতি দিলেন শ্রীহরি॥ লহু লহু হাসি হাসি কহেন ডাকিয়া। হারিলাম হারিলাম ভাই কান্ধে চাপাসিয়া (১)॥ কানু-কান্ধে আরোহণ করিল ছিদাম। অমুরের কান্ধে আরোহিল বলরাম॥ আর সব শিশু দেখি নিজ নিজ জুটি। কান্ধে চাপিবার তরে করে ছুটাছুটি ৷ কত দূর বহিবার করিল নিয়ম। কান্ধে করি বেগে তথা করিল গমন॥ কিবা সন্দ (২) ভাব ভাব সখী শিশুগণ। না জানে যশোদা-মৃত পূর্ণ সনাতন॥ তাহাদের ভাবে প্রভু রস যদি নয়। গোয়াল-ছাওয়ালে কেন কান্ধে করি বয়॥ নিয়ম পর্য্যন্ত গিয়া নাম্বিল সভাই। অমুরের কান্ধে চড়ি ঠাকুর বলাই॥ (১) আসিয়া চাপ। (২) সন্দেহ।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৪৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।