পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত—নরহরি দাস – ১৬শ শতাব্দী। b->Q অমুরের মুৱতি যেন মেঘের বরণ। তদুপরে বলরাম চাদের কিরণ। বলাএ লইয়ে কান্ধে হরিষে অসুর। মায়া করি অন্তরীক্ষে উঠে কত দূর॥ তাহা দেখি বলভদ্র মানিল বিস্ময়। কোথাকারে লয়ে যায় অস্থর দুৰ্জ্জয়॥ তবেত কারণ সব জানি হলধারী। প্রলম্বের মারা ও মৃত্যু। গুরু ভর দিল নিজ-পরাক্রম করি॥ - ক্রোধেতে কম্পিত তনু কম্পে ওষ্ঠাধর। মারিল মুষ্টিকাঘাত মস্তক-উপর॥ শূন্তে অকস্মাৎ শব্দ হৈল বিপরীত। পর্ব্বত উপরে যেন হৈল বজ্রাঘাত॥ পড়িল অবনীতলে অসুর দুরন্ত। হেটেতে অস্তুর পড়ে উপরে অনন্ত॥ বলভদ্র হাতেতে মরিল পাপস্থর। তাহা দেখি জয় জয় উঠে সুরপুর॥ মঘবা (১) কুসুম বৃষ্টি করে ঝরঝর। নানা মত বাদ্য নৃত্য জুড়িল অমর। অস্তুর-পতন দেখি গোয়াল-তনয়। মুরতি দেখিয়া সভে মানিল বিস্ময়। বলাএ-প্রশংসা শিশু করে পুনঃ পুনঃ। জগৎ ব্যাপক হৈল দুভাইএর গুণ॥ তবে ব্রজ-শিশু রাম-দামোদর-সঙ্গে। বিপিন-বিহার করে পরম আনন্দে॥ নিদাঘ-সময়ে তথা ভাস্কর প্রবল। সভার বদনে বহে ঘন ঘর্ম্মজল ৷ ভ্রমণ করয়ে শিশু কাননের মাঝে। নটগণ মধ্যে ভাল শোভে নটরাজে॥ পর্ব্বত উপরে বহে পর্ব্বতের ঝরা। দ্বাৰাগ্নি। সে স্থানেতে বারি অতি সুশীতল পারা॥ (s) हेङ।