b">や বালকগণের ত্রাস। দাবানল-ভক্ষণ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। কোন কোন স্থানে হয় দিব্য সরোবর। বিকসে কমল তাহে গুঞ্জরে ভ্রমর॥। রাজহংস সারি সারি সারস করে কেলি। মন্দ মন্দ বায়ু উঠে জলের হিল্লোলি ৷ চারি পাশে নানা বনপুষ্প বিকসিত। ভিতি ভিতি (১) সৌরভ করএ আমোদিত॥ সঘনে নিনাদ করে কোকিলা কোকিলী ৷ নিরখিছে তাহ সব শিশুগণ মেলি॥ কাননে কাননে সভে চরায় গোধন। বন দণহে সঘনে কম্পিত ঘনে ঘন॥ চমকি চমকি উঠে চারিপানে চায়। তাহা সব জানিতে পারিল শ্রাম রায়॥ যাও যাও শুশলী পীয়ালী হাসী তাসী (২)। নাম ধরি ধরি ডাকে প্রভু হাসি হাসি॥ শুনিতে পাইল ধেনু শ্রীকৃষ্ণের রব। উভপুচ্ছ তৃণমুখে ধেয়ে আইল সব॥ অঙ্গে হস্ত বুলাইছে শ্রীকৃষ্ণ যুগল। শ্রীকৃষ্ণ পরশে ধেনু হইল শীতল ৷ ধেনু সন্তোষিয়ে হরি সখীগণ সঙ্গে। নানা খেলা লীলারসে ভ্রময়ে ভ্রভঙ্গে॥ বনপোড়া সময়ে চৌদিকে বন পোড়ে। ভ্রমিতে ভ্রমিতে সব তার মাঝে পড়ে॥ তা দেখি রাখালগণ করয়ে ব্যাকুলি। অগ্নিদাহে প্রাণ যায় রাখ বনমালী॥ ভাহা দেখি ভগবান কহিছেন ডাকি। ভয় নাঞি ভয় নাঞি মোদ (৩) সভে আখি॥ তাহা শুনি শিশুগণ মুদিল নয়ন। দয়াময় দাবানল করিল ভক্ষণ। মেলিএ নয়ন সভে চেয়ে দেখে পুনু (৪)। কোথা অগ্নি কিসে নিবারণ কৈল কানু॥ –(১) দিকে দিকে। (২) গরুর নাম। (৩) মুদিত কর। (৪) পুনরায়।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।