ভাগবত—নরহরি দাস —১৬শ শতাব্দী ৷ t~)సి পাকিল খেজুর জাম প্রফুল্ল কানন। পল্লব-সংযুক্ত সব তরু-লতাগণ ৷ হেন মতে নন্দসুত করেন বিলাস। * — শরৎ ঋতু আসি পুনঃ হইল প্রকাশ ৷ মন্দ মন্দ বরিষণ করে ধারাধর। ভূ নিস্কলে গরজে গরগর॥ o: 臺 臺 臺 কৃষিগণ জল বান্ধি রাখে চারিভিত। সিন্ধু সমাগম সব নদনদী জল। তরঙ্গে বহিছে সব শব্দ কোলাহল॥ প্রসন্ন গগনে চন্দ্রজ্যোতির প্রকাশ। তারাগণ প্রফুল্লিত যুড়িএ আকাশ ৷ সুখদ শরৎ ঋতু সর্ব্ব-স্থখোদয়। সর্ব্ব মনোরথ-সিদ্ধি ব্যক্ত সুনিশ্চয়॥ সন্ন্যাসী তপস্বী করে তীর্থ পর্য্যটন। বিদেশে বাণিজ্যে চলে সাধু মহাজন॥ দেশাচারী মতে গ্রামে উঠে ইন্দ্রধ্বজ। সিদ্ধ পুরুষ সব সাধে নিজ কায॥ ঋতুগণ প্রসন্ন এ বড় কথা নয়। গোলোকের নাথ সদা যথা বিহরয়॥ যে ব্রজে জন্মিতে ইচ্ছা ব্রহ্মাদি দেবতা। প্রসন্ন হইবে ঋতু কোন তুচ্ছ কথা॥ ধন্য ধন্ত বৃন্দাবন ত্রিজগৎ-সার। যাহাতে করেন কৃষ্ণ প্রকট বিহার॥ শ্রীগুরুচরণ-পদ্ম বনিয়ে মাথায়। কেশব-মঙ্গল দাস নরহরি গায়। রুক্মিণী। পরীক্ষিত বলে শুন শুক তপোধন। কিরূপে করিলা কৃষ্ণ রুক্মিণী-হরণ। শুকদেব বলে শুন উত্তর-কুমার। ভীষ্মকের বাক্য শুনি রুক্মী দুরাচার॥
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।