b-२० রুক্মীর কুবুদ্ধি। মুক্মিণীর কৃষ্ণামুরগি। বঙ্গ-সাহিত্য-পরিচয়। গোপালেরে ভগিনী দিব এ বড় সন্তাপ। জরাসন্ধ সহ কৈলা কুমন্ত্রণ পাপ ৷ পিতৃ-বাক্য রাখি যদি কুল-ধর্ম্ম ক্ষয়। তারে না কহিয়া কর হিত যেবা হয়। পুনঃ সব নৃপগণে নিমন্ত্রি আনিল। দামুঘোষ-পুত্রে লিখি দূতে পাঠাইল। শিশুপালে আন হেথা বরসজ্জা করি। বিভা দিব ভগিনী মোর রুক্মিণী সুন্দরী। কালি বঞি (১) পরশু হুইব অধিবাসে। পত্র পড়ি দামুঘোষ পরম হরিষে। শিশুপাল-চিত্তে বড় বাড়িল কৌশল। রুক্সি-সহ কুটুম্বিত এ বড় মঙ্গল। পরম আনন্দে করে বিভা-আয়োজন। হেথায় ভীষ্মক-পুরে শুনহ কথন। হেথায় ভীষ্মক-পুরে ভীষ্মক-তনয়। পরম উল্লাস-মনে আনি নৃপচয়॥ নৃত্য গীত বাদ্য করে বাজায় বাজন। নৃপগণ-সেবায় নিযুক্ত সেব্যগণ॥ মহা-কোলাহল ধ্বনি সকল নগরে। ধাত্রীগণে আজ্ঞা কৈলা ভীষ্মক-কুমারে। যাহ রুক্মিণীর কর অঙ্গ সুমার্জন। এই লহ সর্ব্বাঙ্গে পরাহ আভরণ॥ রুক্সি-আজ্ঞামাত্রে ধাত্রী চলিল তুরিতে। রুক্মিণীর অঙ্গ কৈল ভূষায় ভূষিতে॥ তা দেখি রুক্মিণী দেবী পরম উল্লাসী। বুঝি শুভ দিন যে উদয় হইল আসি ৷ হর-পার্ব্বতীর আজ্ঞা হইল উদয়। কতক্ষণে পাব কৃষ্ণ-চরণ অভয়॥ না জানে রুক্মিণী দেবী ভেয়ের মন্ত্রণ। আপন স্বভাবে সদা আনন্দে মগনা। কৃষ্ণের মহিমা গুণ সর্থীগণে কয়। দেখিবে আমার কৃষ্ণ কত দয়াময়॥ (১) অতীত হইলে।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৫০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।