পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত—নরহরি দাস—১৬শ শতাব্দী ৷ Ե-ՀԳ আইল কিম্বা না আইল না কবে চাতুরী। দ্বিজ কহে না চিন্তিহ আইলেন হরি॥ তব পত্র লয়ে হরি বুলাইলা অঙ্গে। সুসংবাদ। তব নাম করি ভাসে প্রেমের তরঙ্গে॥ প্রাণপ্রিয়া বলি তোমায় কৈল সম্বোধন। কহে মোর প্রিয়া লবে হেন কোন জন। মোরে যে আদর কৈল বসুদেব-স্থত। এক মুখে কি কহিব সে সব অদ্ভুত। তদন্তরে কহিছেন ব্রাহ্মণ ঠাকুর। বৈস আমি ঘরে যাই আছি শ্রান্তাতুর॥ দেবী কহে নিবেদন শুনহ গোসাঞি। কি ধন তোমারে দিব কাছে হেন নাঞি॥ আনন্দ-সমুদ্রে মোরে করিলে মগন। নিতান্ত জানিহ তুমি হইলাম কেনা ৷ ইহা বলি প্রণাম করিল দ্বিজ-পায়। দুঃখিত হইয়া দ্বিজ নিজালয়ে যায়॥ পথে পথে যায় দ্বিজ ভাবে মনে মন। কেবল করিলা রুক্মিণী কথায় তোষণ॥ যেমন উদ্বেগ আমি নাশিলু তাহার। কিছু না করিলা রাজকন্ত ব্যবহার॥ ধনার্থ ব্রাহ্মণ কিছু না পাইল ধন। মনোদ্বেগে চলি গেলা আপন ভবন॥ নিরীক্ষণ করি দ্বিজ আপন আলয়। প্রাচীর প্রভৃতি সব দেখে স্বর্ণময়॥ তবে নিজ ভার্য্যারে করয়ে নিরীক্ষণ। পট্টম্বর পরিধান রত্ন-বিভূষণ। ব্রাহ্মণের পুরস্কার। সালঙ্কার দাসীগণ আজ্ঞা মাত্র খাটে। তা দেখি ভাবেন দ্বিজ মনের সম্পটে। অসম্ভব দেখি দ্বিজ স্তন্ধ হয়ে রয়। দিব্য জ্ঞান হৃদয়েতে হইল উদয়॥ ভীষ্মক-তনয় দেবী আপনি কমলা। কৃপা করি তেহু বুঝি প্রসন্না হইলা॥