ভাগবত—নরহরি দাস—১৬শ শতাব্দী। . ৮২৯ রূপ হেরি ভূপগণে লাগে চমৎকার। ক্লক্সিণীর রূপ। আপনি কমলা রূপের উপমা কি তার॥ চাচর চিকুরে বেণী ফণী-বিনিন্দিতা। তাহে হেম ঝরি ঝাপা প্রবাল মুকুত॥ দলিত অঞ্জন পুনঃ রঞ্জিত কবরী। হেমশিখী তাহাতে মুকুতা সারি সারি॥ চারুনেত্র কুরঙ্গিণী হেরিএ পাগল। নাসা তিল-কুহুম মুকুতা ঝলমল॥ দশন দাড়িম্ব তার কিবা মুক্তাপাতি। সুবদনা অকলঙ্ক শশধর-জ্যোতিঃ॥ কম্বুকণ্ঠে শোভে কত মণি আভরণ। তাহার শোভায় যেন উদয় কিরণ॥ পঙ্কজ-মৃণাল জিনি বাহু মুগঠন। বাজুবন্দ তাড় চুড়ি কঙ্কণ শোভন॥ অঙ্গুলি চম্পক-কলি অঙ্গুরী জড়িত। করিকুম্ভ জিনি উরু বক্ষোজ শোভিত। নিবিড় নিতম্বে পট্টাম্বর ঝলমলি। তথি ক্ষুদ্র ঘণ্টা আদি সহিত ত্রিবলি ৷ কিবা সে মাধুরী উরু রন্তা-বিনিন্দিত। যুক্তর নূপুর বন্ধ রাজ-পুরোহিত। ঐচরণে শোভে দিব্য শোভিত আলতা। অঙ্গের সৌরভে সর্ব্ব-নাসিক মোহিত ৷ মধুপান-লোভে অলি যুথে যুথে ধায়। হেরি নৃপগণ কহে কিমাশ্চর্য্য হয় ৷ না দেখি না শুনি কন্তু এরূপ মাধুরী। যে অঙ্গে লাগএ দৃষ্টি অন্তেতে (১) না হেরি। ভীষ্মক রাজারে সভে ধন্য ধন্য বলে। হেথায় ভীষ্মক-গৃহে আনন্দ উথলে ৷ মনে ভাবে যা কর হে প্রভু জগৎপতি। কম্ভ-জন্মাবধি মোর যেই বাঞ্ছা অতি॥ (১) সেই অঙ্গেই দৃষ্টি বদ্ধ হইয়া থাকে, অন্ত অঙ্গে দৃষ্টি পড়িবার অবসর হয় না।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৫৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।