পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b"○b" প্রেমের পরীক্ষণ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। কিবা মনে পড়িল সে কালুর চরণ। হেন দুঃখ উঠে বাট হউক মরণ॥ আলতা-রসে রাজল মৃত্যু পদতলে। পুলক কণ্টক ভয়ে না দিএ পয়েধিরে। সে হেন চরণ একেশ্বর ভ্রমে বনে। দুঃখের উপরে দুঃখ সহিব কেমনে॥ না জীব না জীব সখি কালুর বিরহে। জানিল পরাণ আধ তিলেক না রহে॥ এত বলি গোপীজন ভূমে ঢলি পড়ে। আপন আহুতি দিল বিরহ অনলে॥ তরুণ করুণাময় দেব গোপী রাএ। কালা দূরে ত্রিভঙ্গ মধুর বেণু বাএ। প্রেমের অধীন কৃষ্ণ পরখিল প্রেম। কষ্টিপাথরে যেন কষি নিল হেম॥ গোপাল-বিজয়-মাঝে এই বোল বড়। বিনি না দ্রবিলে ধাতু নাহি হয় যোড়॥ আরতি-ইন্ধন জালে বিরহ-অনলে। ছান সোণ খাওইঞা শুদ্ধ কর জালে ৷ দৃঢ় প্রেম-সোহাগে ঝালিহ ভাল মতে। তবে সে যুড়িহ কৃষ্ণ মনের সহিতে॥ মন্দ সুবর্ণে কভু যোড় নাহি রহে। রায় শেখর তাহে দেখিল কথা কহে॥ _ হরিদাসের মুকুন্দ-মঙ্গল। প্রায় ২০০ বৎসরের একখানি প্রাচীন পুথি হইতে উদ্ধৃত। শ্রীকৃষ্ণের বন-বিহার। একদিন কৃষ্ণচন্দ্র জগত-জীবন। কানন-ভোজন লাগি করিলেন মন॥ শিঙ্গা-রবে সঙ্গী সবে সঙ্গেতে ডাকিয়া। বার্যাইল ঘর হৈতে বৎস সব লয়্যা॥