পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত—হরিদাস–১৭শ শতাব্দী। b^లసి শুনিঞা শিঙ্গার রব জয় জয় বলি। চলিলা রাখাল সব হৈঞা কুতূহলী। শিকাএ ভরিয়া নিল বহু উপহার। মুরলী বিষাণ বেত্র বেণু বীণা আর॥ সহস্র অধিক বৎস একেক শিশুর। চালাইঞা চলে বনে আনন্দ প্রচুর। অসংখ্য কৃষ্ণের বৎস সঙ্গে মিশাইল। অর্ব্বদ অর্ব্বদ বৎস সঙ্গে মিলি নিল॥ চন্দ্রমণ্ডল হেন বংসের বরণ। ক্ষুর-ধুলি উড়ি উড়ি ঢাকিল গগন। সহস্ৰ সহস্র শিশু মেলি করিঞা। মদনমোহন চলে বাছুর লইঞা॥ নীল পীত রাঙ্গা ধলা মনোহর অঙ্গ। বিনোদ রাখাল সব করে নানা রঙ্গ॥ চরান বাছুর সভে করেন বিহার। কৃষ্ণ জয় কৃষ্ণ জয় বলে বার বার॥ নানা ফুল ফুটিয়া আছএ বৃন্দাবনে। তুলিয়া সভার বেশ করে শিশুগণে॥ মাএ পরাইল রত্ন মুকুতার হার। আর কত আভরণ সুবর্ণ বিকার॥ তাহার উপর পরস্পর শিশু মেলি। নবীন পল্লব ফুল ফল তুলি তুলি। চূড়ায় চম্পক কেলিকদম্বের কলি। শ্রবণে পরিল সভে নবীন মঞ্জরী॥ নানা ফুল গাথিঞ পরিল বনমালা। মদনমোহন-রূপে বন কৈল আলী॥ অঙ্গের সৌরভ পায়্যা ধাএ মন্ত অলি। নব বেশে সখা সঙ্গে কৃষ্ণ করে কেলি ৷ শিকাদি করেন চুরি শিশু পরস্পরে। দেখিলে ফেলিয়া দেয় অতি দুৰ্বতরে। কৃষ্ণ যদি যাব বন-শোভা দেখিবারে। বালক সকল হেথা করেন বিচারে॥