পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b〜8o বঙ্গ-সাহিত্য-পরিচয়। কে আগু ছুইতে পারে ইহা বলি ধাএ। আমি আগু ছেণব বলি কেহো ধায়্যা যাএ॥ বেণুবাদ্য করে কেহ কেহো শিঙ্গারব। ভৃঙ্গ সনে গান করে কেহ শিশু সব॥ বকরূপ হৈয়া কেহ করএ গমন। 来 豪 来 来 ময়ূরের বেশ ধরি কেহো কেহো নাচে। নটবর রঙ্গে কেহ নাচে কাছে কাছে॥ বানর বালক গাছ উপর বসিঞ। উলমিছে (১) কেহো কেহো লাঙ্গল ধরিয়া। লাঙ্গল ধরিয়া কেহ গাছ পর যায়। বানরের মুখ করি তারে আলিকায় (২)। লাফালাফি করে কেহো বানরের সনে। অল্প স্রোতে ঝাপ দেয় ভেকের সমানে॥ নিজ-চ্ছায়া দেখি ভঙ্গী করে তার সনে। প্রতিশব্দ শুনি শব্দ করে ঘনে ঘনে॥ কৃষ্ণ সনে কেহো কেহো হাতাহাতি করি। নাচে গাএ শিশু সব আপনা পাসরি॥ দৈবকীনন্দনের গোপাল-বিজয়। দৈবকীনন্দন সিংহের উপাধি ছিল “কবিশেখর”। ইহার পিতার নাম চতুভূজ এবং মাতার নাম হরাবতী। ইনি “গোপাল-চরিত নামক মহাকাব্য, “কীর্ত্তনামৃত” নামক সংগীতমালা এবং “গোপালবিজয়” নামক নাটক রচনা করেন। গোপাল-বিজয়ে তিনি ভাগবতবহিভূত অনেক কথারই অবতারণা করিয়াছেন বলিয়া নিজে ক্ষম (১) অবতরণ করিতেছে। (২) ভেঙ্গচায়।