পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত—দৈবকীনন্দন সিংহ–১৭শ শতাব্দী। ケ8Q。 ইন্দ্র সে যাহার ডরে মুমেরু-শিখরে।, দশদিগ ভালিতে সহস্ৰ আখি ধরে॥ যমের মহিষ বৃষ মহেশের নিঞা (১)। কুবেরের ধন আনে শকট ভরিঞা॥ দান-পরিবাদ-ভয়ে বলি রসাতলে। মাথার মণির ভয়ে বাসুকি পাতালে। যাহার প্রতাপ-তাপে সমুদ্র শুষিল। নিজ মদ-গর্ব্বজলে পুনঃ তা পূরিল। তেঞি সে আজিহে নাহি হয় জল শুধি (২)। সভেঞি মলিন জল দেখিএ জলধি॥ কংসরাজ-ভয়ে বন্দি যথাবিধি জলে। বিনি ধূমে অগ্নি জলয়ে ঘরে ঘরে॥ অগ্নির যাতনা কহিতে না যুয়ায়। যেই যেন মত বলে তেন মত হয়॥ কুসুম-পত্তন-ভয়ে যার উপবনে। চামরের বায় বিনি বহয়ে পবনে॥ সর্ব্বকাল স্বপূর্ণ উজএ শশধরে। দেবে হো না খায় অংশ কংসরাজ-ভয়ে॥ - যার বন্দি জল নয়নাঞ্জন জলে। on to আজিহে যমুনা বলি রহে ক্ষিতি-তলে। উচারিল জলনিধি যার মথনের ভয়ে। হইয়া শরণাগত পরিখা বোলায়ে॥ হিমালয় ধবল যাহার যশোরায়ে। যার যশ ঘর্ম্মবিন্দু ক্ষীরোদ বোলায়ে॥ যার বল প্রতাপে পৃথিবী টলবলে। তাহার তুলনা দেউক মন বাউলে। কথায় হাতের শঙ্খ দর্পণেতে দেখি। কংসের কথা শুনিলে আনের কথা লেখি॥ আর কি কহিব যার বধের কারণ। অজ হঞ গর্ভবাস কৈল নারায়ণ॥ (১) যমের মহিষ এবং শিবের বৃষ লইয়া। (২) শুদ্ধি।