পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b〜8○ দীবাগ্নি। শিশুদিগের সকাতর প্রার্থনা। বঙ্গ-সাহিত্য-পরিচয়। গোপাল-বিজয় নর শুন মনোহরে। বিনি নায়ে পার হবে সংসার-সাগরে ৷ কহে কবিশেখর সংসার পরিহরি। মথুরার লোক দেখে আপন আখি ভরি॥ অভিরাম দাসের গোবিন্দ বিজয়। ( রচনা-কাল সপ্তদশ শতাব্দী। ) ২০০ বৎসরের উদ্ধ কালের প্রাচীন পুথি হইতে নকল করা হইল। শ্রীকৃষ্ণ-কর্তৃক দাবাগ্নি-নিবারণ। এমন শ্রীবৃন্দাবন যমুনার মাঠে। রাম কানু প্রত্যহ চরান ধেনু গোঠে॥ তপ্তানিল সঘর্ম্ম নিদাঘ-ঋতু কাল। চরায় গোধন যত গোবিন্দ গোপাল॥ দক্ষিণ আবর্তে বায়ু বহে সেই বনে। আচম্বিতে দবদাহন জন্মিল কাননে॥ চারিদিগে দাবানল পুড়ি ধায়। মধ্যে গোপাল সব গোধন চরায়॥ প্রতপ্ত প্রচণ্ড অগ্নি বড়ই বিপক্ষ। প্রাণ-ভয়ে বন-জন্তু ধাএ কত লক্ষ॥ ব্যাল বৃষ্টি মৰ্কট মহিষ ঋক্ষ সৈল্য। ত্রাসে ধায় উভে পুচ্ছে সভয় বৈকুল্য। উৰ্দ্ধ মাথে উভ হাতে কৃষ্ণ পানে চাঞ॥ মুখে না নিঃসরে কথা কাদে দুরে রঞা॥ কৃষ্ণ রক্ষ কৃষ্ণ রক্ষ অগ্নি লএ প্রাণ। ঠাকুর কৃষ্ণ মোর কর পরিত্রাণ ৷ যত যত গোপ-শিশু ধেনু লাখে লাখ। পালাইতে পথ নাই পড়িল বিপাক॥ চারিদিগে বেড়ায় অগ্নি পালাইতে নাঞি। এবার কেমনে ভাই রাখিবে কানাঞি॥