*8br o বঙ্গ-সাহিত্য-পরিচয়। শিশুর কাতর দেখি কমললোচন। লাফ দিয়া বাপ দিল অনলে তখন॥ ধরিঞা অনল কৃষ্ণ করিল অঞ্জলি। পাবক করিল পান দেব বনমালী॥ নির্ব্বাণ হইল অগ্নি নির্ম্মল সকল। অমর-মণ্ডলে হৈল গোবিন্দ-মঙ্গল॥, অনিঃসর-বচন (১) হইল গোপ-শিশু। আনন্দে সিঞ্চিত হৈল কাননের পশু॥ তৃপ্ত হৈল গগনে স্বয়ম্ভ নির্জর দেবগণ পুষ্পবৃষ্টি করে নিরন্তর॥ গোবিন্দ-পদারবিন্দ-মকরনদ-পানে। গোবিন্দ-বিজয় অভিরাম দাস ভণে। প্রলম্বের উদ্যোগ। কৃষ্ণের মহিমা-কথা গোপাল বালকে। প্রতি ঘরে ঘরে কহে গোকুলের লোকে॥ শুনিএ আশ্চর্য্য কথা সভার বিস্ময়। মনুষ্য-শরীর কৃষ্ণ কদাচিৎ নয়॥ এমন বিষম অগ্নি কেবা করে পান। কাহার সাহস ভাই এমন বন্ধান॥ দণবাগ্নি-মোক্ষণ কথা শুনি রাজা কংস ৷ ” ক্ষণে ক্ষণে সচকিত ভোজরাজ-বংশ॥ জানিল নিকট মৃত্যু নাহিক অন্যথা। কি আর সাধিব কার্য্য কারে কব কথা॥ আপনার ভুজ-পরাক্রম বলবানে। জয় কৈল সুরাসুর রক্ষ নাগগণে॥ হেন রাজ-চক্রবর্তী কংস নাম ধরি। রহিল এ দুঃখ মনে গোপ-হাতে মরি। ধিক্ ধিক্ আমার যতেক অনুচরে। ধিক্ মোর পাত্রমিত্র পুরজনকেরে॥ কংসের স্বত্যুভয়। (১) অনিঃসর =যাহা নিঃসরিত হয় না। নির্ব্বাক।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।