90 INTRODUCTION. The condition of the people during the reign of Rājā Mānākehānd, father of Gopichänd, described to him by his mother Maināmātā. বড় পুণ্যের লাগি দিল দীঘি আর জাঙ্গাল। সোণা রূপাএ গড়াগড়ি না ছিল কাঙ্গাল॥ হিরামন মাণিক্য লোকে তলিতে শুখাইত। কাহার পুষ্কর্ণার জল কেহ না খাইত। কাহার বাটীতে কেহ উদার না চাইত। সোণার ঢেপুয়া লৈয়া বাল্পকে খেলাইত॥ হাড়াইলে ঢেপুয়া পুনি না চাইত আর। এমতে গোআইল লোকে হরিষ অপার॥ মেহরিকুল বেড়ি ছিল মুলিবাশের বেড়া। গৃহস্থের পরিদান সোণার পাছরা॥ গরীবে চড়িয়া ফিরে খাসা তাজী ঘোড়া। ফকীরের গায়ে দিত খাসা কাপড় জোড়া॥ তোমার বাপের কালের সব ছিল ধনী। সোণার কলসী ভরি লোকে খাইত পানী॥ রূপার কলসী করি বিধবাএ জল খাইত। কেবা রাজা কেবা প্রজা চিনন না যাইত। মুজুরি করিতে যাএ আরঙ্গি ছত্র মাথে। বসিতে লইয়া যাএ সোণার পীড়িতে॥ তবে সেইজন জান মজুরিতে যাএ। একদিন মজুরি করিলে ছএ তঙ্ক পাএ॥ দুই পহর মজুরি করে গৃহস্থের ঘরে। এক পহর দৌড়ায় ঘোড়া ময়দান পাথরে॥ যার যেই নিতিকর্ম্ম এড়ান না যাএ। অশ্ব আরোহিয়া সেই মজুরির করি হএ॥ দেড় বুরি কোঁড়ী ছিল কানী ভূঞির কর। চোঁদ বুরি কৌড়ি ছিল তঙ্কার মোকর॥ দশ তঙ্কার বাড়ী খাইত দেড় বুরি দিত। বার মাস ভরিয়া বছরের খাজনা নিত॥ তোমার বাপের সৈত্য তুমি লৈলা লাড়ি। ভুঞি পিছে ধরি লৈলা এক পোন কৌড়ি।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।