INTRODUCTION. 91 Gopiehānd protests again his proposed Sannyās and narrates to his mother his great pawer and riches which he is required to give up. এহিমত কৈল যদি মৈনামতী মাএ। যোরহস্তে নিবেদিল গোপীচাদ রাজাএ॥ আমি রাজা যোগী হৈব তার অধিক নাই। এমুখ সম্পদ আমি এড়িমু কার ঠাই॥ কার কাছে এড়ি যাউব হঙ্গসরাজ ঘোড়া। কার ঠাঞি এড়ি যাইমু গাএর খাসা জোড়া॥ ধনু বাণ কথাতে এড়িমু লাকে লাকে। তীর তাম্বু বাণ কাতে এড়িমু ঝাকে ঝাকে॥ গাঙ্গেত এড়িয়া যাইমু বত্যিস কাহন নাও। পুৰী মধ্যে এড়ি যাইমু তুমি হেন মাও। পিলঘরে এড়ি যাইমু আশী হাজার হাতী। বৈদেশে গমন কালে কে ধরিবে ছাতি॥ পাইঘরে এড়ি যাইমু নএলাক ঘোড়া। যোড় মন্দিরে এড়ি যাইমু সাহে মাণিক দোলা। পুরী মাঝে এড়ি যাইমু পঞ্চ পাত্র বর। পান যোগানী এড়ি যাবে উন শত নফর॥ শ্বেত বান্ধী এড়ি যামু হারিয়া ছোহর। অদ্ভুনা পছনা এড়ি যাইমু কার ঘর॥ দাফাতে এড়িয়া যাবে সত্তের কায়ন বেত। গোঞালে এড়িয়া যাবে গাই বারশত॥ এহি সব এড়ি যাবে আপনে জানিয়া। নএয়ান গড় এড়ি যাবে উনশত বাণিয়া॥ বাপের মিরাশ এড়ি যাইমু গৈরর সহর। দাদার মিরাশ যাবেক কমলাক নগড়। তুদ্ধি মাএর যত বাড়ী কনিকা নগর। আন্ধি বাড়ী বান্দিয়াছি মেহরিকুল সহর। চল্লিশ রাজাএ কর দেহ আহ্মার গোচর। আহ্মা হৈতে কোন জন আছয়ে ডাঙ্গর॥ সাজ সাজ করি রাজা দিল এক ডাক। একডাকে সাজি আইলা বাশৈত্তৈর লাক।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।