ব্রাহ্মণীর নিকট গোপীর অবস্থা বর্ণন। বঙ্গ-সাহিত্য-পরিচয়। রাম কৃষ্ণ আদি করি যত ব্রজস্থতে। বিহানে মথুরা চল ব্রজে আছে যতে॥ এইত রাজার আজ্ঞা পড় আসি সভে। সভে মুদ্র দিবে সেই যেবা ঘরে রবে। আর এক ভার দধি নিবে ঘরে ঘরে। এইত নন্দের আজ্ঞ তোমা সভাকারে। এইরূপে ঘোষণা দিলেন ব্রজপতি। ব্যাকুলী হইলু শুনি যতেক যুবতী। কহিলু ব্রাহ্মণী এই কৃষ্ণের ইচ্ছাতে। বাজিল সভাকার মন মথুরা যাইতে॥ ডাকিঞা অচু্যত দাস কহে কৃষ্ণপদে। অনুক্ষণ থাকি যেন তোমার আমোদে॥ কেমনে রাখিব কৃষ্ণ কহ মোরে সার। মধুপুরী গেলে কৃষ্ণ না আসিব আর॥ তবেত ব্রাহ্মণী সব শুনি কৃষ্ণলীলা। পুনরপি কৃষ্ণেরে পুছেন রসকল। কহ গোপী প্রিয়া যদি জানিলে নিশ্চয়। মথুরা যাইব কৃষ্ণ যজ্ঞ ধনুর্ম্ময়॥ তবেত কেমনে তোরা ধরিবি পরাণে। অবশু কহিবি তাহ শুনিব শ্রবণে॥ গোপী কহে শুন ঠাকুরাণী কহি সার। ওকথা সুধাইহ না করি নমস্কার॥ যেমনে সে নিশি দিশি বঞ্চিলু আমরা। কহিতে মরিব সভে না পুছ তোমরা॥ আমার শকতি নাই তাহাত কহিতে। সুধাএ যে গোপী ছিল তাহার পীরিতে॥ তবে সেই গোপী-কর ধরিল ব্রাহ্মণী। কহ কহ গোপী তুমি কৃষ্ণের কাহিনী। হরিষে সেইত গোপী হইঞা আগুয়ান। কহিতে লাগিলা কথা পরম সন্ধান॥ যখন শুনিব কৃষ্ণ যাব মথুরারে। সেইক্ষণে সর্ব্ব সর্থী পড়িল অন্তরে॥
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।