ভাগবত-অচ্যুত দাস-১৭শ শতাব্দী। করুণা করিঞা মোরা কান্দি জনে জনে। কোন গোপী মুরছিঞা হয় অচেতনে॥ কোন গোপী ভূমে পড়ি গড়াগড়ি যায়।শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলি কান্দে উভরায়॥ কোন গোপী বলে চল রহি গিয়া পথে। ধরিঞ রাখিব কৃষ্ণ মথুরা যাইতে। কোন গোপী বলে তারে কেমনে রাখিব। রথে চড়াইঞা কৃষ্ণ অক্রুরে লইঞা যাব ৷ সেইত পাপিষ্ঠ আক্রর কংস-অনুচরে। করুণা করিঞা লভে বলিব তাহাৱে। চরণে ধরিব তার লজ্জা তেল্লাগিয়া। দাসী হইলু তোমার মোরা যাহ কৃষ্ণ খুঞ। তবে যদি সেই কথা না শুনে অক্ররে। গলাতে কাটারি দিয়া মরিব সত্বরে॥ এইরূপে সর্ব্ব গোপী হৃদে করি মনে। নিশি জাগরণ করি শ্রীকৃষ্ণে ধেয়ানে॥ এবেত সুসজ্জ হইঞা সর্ব্ব গোপনারী। পথেত রহিল গিঞা এইত বিচারি॥ কহিল আচুতিদাস শুনহ গোপিনী। নিজে মথুরার পথে যান চক্রপাণি৷ শুনিএর ব্রাহ্মণী বাণী কৃষ্ণের চরিত্র-ধ্বনি হৃদি মধ্যে হইল আনন্দী। ধরিঞা গোপীর করে পুনঃ কহে কহ মোরে তোমার চরণ মোরা বন্দি॥ গোপী কহে ঠাকুরাণী এইত অযোগ্য বাণী তব দাসী আমরা সর্ব্বজনে। না বলিহ এই কথা মনেতে পাইল ব্যথা বড় তাপ হইল এ বচনে॥ তবে আসি দ্বিজনারী গোপিকারে কোলে করি এই বোলে না কর বিচার। ক্ষুধার্ত্ত দরিদ্র যেন সেইরূপে মোর মন থাইবারে চাহে বারেবার॥ రిసె
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৯৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।