পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত—আচু্যত দাস-১৭শ শতাব্দী। কোন শিশু অবহেলে ংস্ত-বাদ্য করতালে নাচে কেহো উভবাহু করি। কোন গোপনারী আগে বান্ধিয়া মাথার পাগে সঘনে বলিছে হরি হরি॥ তবে দধি ভার কত আনিল গোপাল যত রাখিল নন্দের আঙ্গিনাতে। ঘৃত আনি বারবারা হিরণ্য-কিরণ-পারা দেখি কৃষ্ণ হইলা হরষিতে॥ ডাকিঞা নন্দেরে তবে কহেন গোলোক-সারে এই স্কৃত রাজযোগ্য হয়। বস্ত্র অলঙ্কার ধনে ইবে সর্ব্ব গোপগণে ভূষা কর আমার ইচ্ছায়। কৃষ্ণ-আজ্ঞ নন্দ শুনি বস্ত্র অলঙ্কার আনি দিল সভে প্রশংসা করিঞ। ধন্ত তোরা গোপ পুরে যেন ঘৃত কর ভারে এত দিন না জানি থাকিঞা॥ হরষিত গোপগণে পাইঞা বসন ধনে নাচে সভে আনন্দিত হঞা। হরি হরি ঘন ঘন ডাকিছে রাখালগণ প্রেম-জলে নয়ন পুরিঞা॥ এইরূপে কৃপানিধি বিহরিল নানাবিধি আপনি সাজিতে কৈল মন। কহিল অচ্যুতদাসে কৃষ্ণ-পদ অভিলাষে শুন ভক্ত হইঞা সচেতন॥ শুন সজনি গো কানাই মথুরা যাইবেন নিশ্চয়। নিজ প্রাণ রাখিতে মোরে হইল সংশয়॥ ধুম্বা। তবেত সাজিলা কৃষ্ণ পরম হরিষে। তাহাত শুনহ সভে কহিব বিশেষে॥ পরিল নেতের ধড়া হেমের বরণে। গুণমসুন্দর অঙ্গ করিল শোভনে। ۹ را می