পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ-সাহিত্য-পরিচয়। سرام سb ক্ষুদ্র ঘটিকা তাহে বান্ধিল আমোদে। চলিতে বাজএ নানা যন্ত্রের শবদে॥ তবেত বান্ধিল চুড়া কপালে টানিঞা। সুগন্ধি-কুসুম-দাম তাহাতে বেড়িঞা॥ তাহার মুলেতে মণি-মাণিকের পাতি। রবির কিরণ হেন দেখি সেই জ্যোতিঃ॥ তবেত দিলেন মত্ত শিখি-চাদ মাঝে। সঘনে উড়িছে বায় অধিক বিরাজে ৷ ললাটে তিলক দীর্ঘ অতি মনোহর। নাসিক পর্য্যন্ত শোভা দেখিতে সুন্দর ৷ তাহার মধ্যেতে বিন্দু চান্দের কিরণে। না জানি সে কিবা নিধি কহিলু চরণে। মকর কুণ্ডল কর্ণে করে দোলমাল। মদনমোহন বেশ সাজিল গোপাল॥ কণ্ঠে কৌস্তুভ-মণি দিল রঙ্গে তুলি। ঘনশ্রাম মেঘে যেন চমকে বিজলী॥ আর নানাবর্ণ ফুলে গাথি এক মালা। কৌতুকে ধরিল অঙ্গে সেই প্রাণ-কাল॥ কুঙ্কুম চন্দন-গন্ধ লেপিল শ্রীঅঙ্গে। ভুবনে তুলনা নাই সেই শোভা সঙ্গে॥ করেতে কঙ্কণ হেম রতন জড়িতে। পরিল নাগর কানু মথুরা যাইতে॥ চরণে নুপুর পিন্ধি নাচে পাক দিঞা। ভাই বলরাম বলে বর্ণট সাজ গিয়া॥ কহিলু ব্রাহ্মণী এই কৃষ্ণের সাজনে। অনুক্ষণ সেই রূপ পড়ে মোর মনে॥ ভাবিঞা অচু্যতদাস কহে সেই শোভা। ভজহু ভকত লোক সেই কৃষ্ণ-আভা ৷