পূরবী/পথিক/অতিথি
< পূরবী
(পৃ. ১৫৪)
অতিথি
প্রবাসের দিন মাের পরিপূর্ণ করি’ দিলে, নারী,
মাধুর্য্য সুধায়; কত সহজে করিলে আপনারি
দূর-দেশী পথিকেরে; যেমন সহজে সন্ধ্যাকাশে
আমার অজানা তারা স্বর্গ হ’তে স্থির স্নিগ্ধ হাসে
আমারে করিল অভ্যর্থনা; নির্জ্জন এ বাতায়নে
একেলা দাঁড়ায়ে যবে চাহিলাম দক্ষিণ গগনে
ঊৰ্দ্ধ হ’তে একতানে এলো প্রাণে আলােকেরি বাণী,—
শুনিনু গম্ভীর স্বর, “তােমারে যে জানি মােরা জানি;
আঁধারের কোল হ’তে যেদিন কোলেতে নিলাে ক্ষিতি
মােদের অতিথি তুমি, চিরদিন আলাের অতিথি।”
তেমনি তারার মত মুখে মাের চাহিলে, কল্যাণী,
কহিলে তেমনি স্বরে, “তােমারে যে জানি আমি জানি।”
জানি না তাে ভাষা তব, হে নারী, শুনেছি তব গীতি,
“প্রেমের অতিথি কবি, চিরদিন আমারি অতিথি।”
বুয়েনােস্ এয়ারিস্,
১৫ নভেম্বর, ১৯২৪।