প্রবাদমালা (১৮৬৮)/উ
উ
- উই, ইন্দুর, কুজন, তাল ভাঙে তিন জন।
- উচিত কথায় আহাম্মক রুষ্ট।
- উচিত কথায় বন্ধু বিগ্ড়ে।
- উচিত কহিলে মারিতে ধায়।
- উছটে পদ্ম নাভ।
- উচ্ছন্ন বাড়ি বড় ভয়, পিঠে পড়্লে সব সয়।
- উছোটে পোড়ে সঙ্কটে প্রণাম।
- উজনের কই।
- উজাড় বনে শিয়াল রাজা।
- উটি আমাদের সোণার কাটি রূপার কাটি।
- উঠিতে পারেনা খুট্টি করে।
- উঠিত মূলা পাতায় চেনা যায়।
- উঠে ধানের পত্তি কর্তে দিব না।
- উড়্তে নাপেরে শালিক পোষ মানে।
- উড়িতে না পারিয়া পোষ মানা।
- উড়িতে পারেনা ফুর্ফুর্ করে।
- উড়ে যায় পাখী তার পাখা গুণি।
- উড়ো খৈ গোবিন্দায় নমঃ।
- উদর চির্লে (ক) বেরোয় না।
- উদর সর্ব্বস্ব।
- উদোর পিণ্ডী বুধোর ঘাড়ে।
- উনন্মুখো দেবতা, ঘুটের পেঁশের নৈবেদ্য।
- উননে উথলে ভাত, চলো চলো চলো।
- উনি আমার অক্রর খুড়ো।
- উনি আমার সৃষ্টিধর।
- উনি কেবল মাখাল ফল।
- উনি জয় কেতে।
- উনি তুল্শী বনের বাঘ।
- উনি দুপিঠে।
- উনি পূর্ণিমার চন্দ্র।
- উনি বৃক্ষস্থিত অগ্নি।
- উনি যেন আমার জগৎসেট।
- উনি যেন কুণো ব্যাং।
- উনি যেন নোদের গোরাচাঁদ।
- উনি রাঙ্গা মুলা।
- উনি সাক্ষী গোপাল।
- উনি হয়েছেন আঁধার ঘরের মাণিক।
- উপরে চেকন্ চোকন্ ভিতরে লেল্যাই খড়।
- উপস্থিত ত্যাগ করা নয়।
- উরৎ বেয়ে রক্ত পড়ে চোক গ্যালরে বাপ্।
- উল্টে চোরা গৃহস্থ বন্ধন।
- উলুবনে সাঁতার দেওয়া।
উলোর মেয়ে কুলোবাজানে, শান্তিপুরের খোঁপা
নদের মেয়ের হাত নাড়া, কালীঘাটের চোপা।- উহার কি, চাল না চুলা ঢেকি না কুলা।
- উহার গোডিম আজ্ও ভাঙ্গে নাই।
- উহার সঙ্গে দা কুমুড়া সম্পর্ক।
- উহার সঙ্গে প্রীতি যেন চিঁড়ে কাঁচ্কলা।
- উহু মরি মরি।