জেমস লঙ সম্পাদিত
(পৃ. ৪৫-৪৭)
◄  
  ►

  1. ছয় মাসের ভাত থাকিতে কাদা খাওয়া।
  2. ছরত্তি বিষ নাই, কুলা পানা চক্র।
  3. ছরৎ কূশলে থাক করে খাব কামাই।
    বিস্তর করিল পেটে পুতে কি করিবে জামাই॥
  4. ছাইতে জানিনা, গোড় চিনি।
  5. ছাই ফেলিতে ভাঙ্গা কুলা।
  6. ছাই মুড়ি দিয়ে ঘি ভাত খাওয়া।
  7. ছাঁইচ্‌ তলাতে খাবি খায়।
    সমুদ্র পার হৈতে চায়॥
  8. ছাগলে কি না খায়
    পাগলে কি না বলে॥
  9. ছাগলের পায়ে জব মাড়া।
  10. ছাতার বলে গাঁ আমার।
  11. ছাতার[১] মুখ, ভাতারের আধা জলপান।
  12. ছাতারের নৃত্যদেখে ময়ুরপক্ষী হাসে।
  13. ছাতি দিয়ে মাথা রাখা।
  14. ছাতুর হাঁড়িতে বাড়ি পড়িয়াছে।
  15. ছারপোকার বিয়েন।
  16. ছারে ক্ষারে যায়।
  17. ছিঁড়ে ছিঁড়ে কাটুনি। পুড়েঝুড়ে রাধুনি।
  18. ছিচ্‌কে চোর।
  19. ছিল ঢেঁকি হৈল তুল। কাট্‌তে২ নির্ম্মূল।
  20. ছুঁচ্‌ কিনিতে সাবল হারাণ।
  21. ছুঁচ, সোহাগা, সুজন।
    ভাঙ্গা গড়েন তিন জন॥
  22. ছুঁচ হইয়া সেঁধিয়ে ফাল হৈয়ে বাহিরায়।
  23. ছুঁচোয় যদি আতর মাখে।
    তবু কি তার গন্ধঢাকে।
  24. ছুঁচোর গন্ধে রক্ষা নাই। বোট্‌কা গন্ধ কয়॥
  25. ছুঁচোর গৃহে আতস বাজি।
  26. ছুঁচোর গোলাম চামচিকে।
    তার মাহিনা চৌদ্দসিকে॥
  27. ছুঁচোর গোলাম চামচিকে।
    ইন্দুরকে বলে ঘরনিকে॥
  28. ছেঁড়া চুলে খোপা বাঁধা।
  29. ছেঁড়া চুলে বিউনি গাঁথা।
  30. ছেঁড়া ধুক্‌ড়ির ভিতর খাসা চাউল।
  31. ছেঁড়া চেটায় শুয়ে লক্ষটাকার স্বপ্ন দেখা।
  32. ছেড়েদে মা কেঁদে বাচি।
  33. ছেলে আমার তোতা পাখি।
  34. ছেলেকে নাই বুড়ো খই।
  35. ছেলে নাই মাগ নাই যার।
    পোড়া কপাল তার॥
  36. ছেলের নাম ভেড়াকান্ত।
  37. ছেলের মুখে বুড়োর কথা।
  38. ছেলের মতন হাত পা, বুড়োর মতন কথা।
  39. ছেলের হাসি কান্না বুঝা যায় না।
  40. ছেলের হাতের মোয়া নয় যে ভোগা দিয়ে খাবে।
  41. ছোট মুখে বড় কথা শুনে অঙ্গ জ্বলে।
  42. ছোট লোকের বৃদ্ধি হইলে পৃথিবীকে শরার মত দেখে।

  1. স্ত্রীর মুখভঙ্গী।