প্রবাদ মালা (১৮৯৪)
(মধ্য ভারতে প্রচলিত)
প্রবাদ মালা।
রেভারেণ্ড কে, কে, জি, সরকার
কর্ত্তৃক সঙ্কলিত
কলিকাতা।
শ্রীযুক্ত এ, বি, মুখর্জি কর্ত্তৃক মুদ্রিত ও প্রকাশিত
২৭ নং ওল্ড বৈঠকখানা সেকেণ্ড লেন,
১৮৯৪
[মূল্য ৶৹ মাত্র]
প্রবাদ মালা।
অ।
১। | অধর্ম্মের তোড়া আর ধর্ম্মের কড়া। | |
২। | অবোধ বুঝান আর পাষাণ গলান সমান। | |
৩। | অজ্ঞানে নাচ জ্ঞানে পাঠ সিদ্ধ | |
৪। | অসৎ কর্ম্মের বিপরীত ফল। | |
৫। | অন্ধ কুক্কুর বায়ুতে ঘেউ ঘেউ করে। | |
৬। | অকালে এলে মিতা, সুকালে গেলে; | |
৭। | অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট। | |
৮। | অন্নচিন্তা চমৎকারা, কালিদাশের বুদ্ধিহারা। | |
৯। | অভদ্র বর্ষার কাল, হরিণ চাটে বাঘের গাল; | |
১০। | অবস্থাগুণে ব্যবস্থা ভাল। | |
১১। | অকালের ভাত জন্মের খোঁটা। | |
১২। | অতি ভক্তি চোরের লক্ষণ। | |
১৩। | অত্যন্ত গর্হিতং। | |
১৪। | অনেক কাল করে পাপ সময় হলে ফলে। | |
১৫। | অন্নের সুখে অরণ্যে বাস। | |
১৬। | অযোধ্যার রঘু আর কাঁটাবনের ঘুঘু? | |
১৭। | অঙ্গার খেলেই কয়লা বাহ্যে হয়। | |
১৮। | অপার জীবনে নাজ্জামাই ভাতার। | |
১৯। | অন্ধকার গৃহের চরণামৃৎ। | |
২০। | অল্প আয়ু স্বপ্নের তুল্য। |
আ।
২১। | আক্কেলে ভগবান্কে চিনে। | |
২২। | আঠে পিঠে দঢ়, তো ঘোঁড়ার পিঠে চড়। | |
২৩। | আপন বুদ্ধে তরি পর বুদ্ধে মরি। | |
২৪। | আহারে বলে আন্লেম চিলবেটাকে, | |
২৫। | আধাগীত প্রাণের হিত্ যদি না গায় নিত্ নিত্। | |
২৬। | আগুণ কি কাদা, আর রাজা কি দাদা? | |
২৭। | আখা আছে পাখা নাই বুদ্ধি আছে ভরসা নাই। | |
২৮। | আছে ঋণ ত ছাগী কিন্। | |
২৯। | আমে বান, তেঁতুলে টান্। | |
৩০। | আসনে ঠাকুর নাই, সাঁকের বড় চড়চড়ি | |
৩১। | আগুণ লাগলেই জল বর্ষে নাই। | |
৩২। | আলনা কাঠের চালনা, শিমূল কাঠের ফরি, | |
৩৩। | আত্ম রেখে পিতার শ্রাদ্ধ। | |
৩৪। | আদা বেপারির জাহাজের খবর। | |
৩৫। | আইস কুটুম্ বশ খাটে, পা ধুয়াব পুকুর ঘাটে, | |
৩৬। | আপ রুচি খানা, পর রুচি পিন্না। | |
৩৭। | আপনাকে উচ্চে দেখে অন্যে বুঝে হীন, | |
৩৮। | আপনার জ্ঞাতি আড়ে, বাড়ে, | |
৩৯। | আয় বাঘ, না এসেই ঘাড়ে লাগ্? | |
৪০। | আছে কাজ তবে প্রাতেই সাজ্। | |
৪১। | আপনার গ্রামে কুক্কুরও রাজা। | |
৪২। | আসল ঘরে মুশল নাই টেকিশালে চাঁদয়া। | |
৪৩। | এয়োতী নাচে রঙ্গে, রাঁড় নাচে তার সঙ্গে। | |
৪৪। | আদা আন্তে মুঢ়িই ফাঁক। | |
৪৫। | আহারে প্রহর ঘটে। | |
৪৬। | আমের কালে, ডোম রাজা? | |
৪৭। | আমার নিমন্ত্রণে না ডাকলে যেওনা, | |
৪৮। | আঁটে নাই যার, টেনে বাঁদে ধার। | |
৪৯। | আপনার যাত্রা পরকে দিয়া দৈবক আগে ভিক্ষা। | |
৫০। | আমি বুড়র ঘর কর্ছি, না কেবল তার | |
৫১। | তার্জ্জন না গর্জ্জন তার বেটার নাম দুর্য্যোধন। | |
৫২। | আপনার ঘোঁড়ার ঘাস কাটায় লজ্জা নাই। | |
৫৩। | আত্মবৎ মন্যতে জগৎ। |
ই।
৫৪। | ই তো নয় মরণ, শৃগাল মারিবার ছলন। | |
৫৫। | ইংরেজের ঘড়ি বাঙ্গালীর মুড়ি। |
ঈ
৫৬। | ঈশ্বর যার সখা বল, দুষ্মন তার পায়ের তল। |
উ
৫৭। | উড়ে যায় পাখীমনী, আমি তার পাখা গণি। | |
৫৮। | উপরে ঝুঁটি দাঁত নিকটী তার জানবে জ্বর, | |
৫৯। | উড়ােয় খোই, কৃষ্ণায় নমঃ। | |
৬০। | উই, ইন্দুর, কুজন, সুঁই, সুত, সুজন। | |
৬১। | উল্ট চোর কটাল দণ্ড। | |
৬২। | উপকারীকে পথে মারে, চুগল খােরকে সঙ্গে করে। | |
৬৩। | উপর দিক্ থু ফেলিলে, আপনার গায়ে পড়ে। | |
৬৪। | উলির সঙ্গে দুলি, যায় ভুলভুলী। | |
৬৫। | উচ্চে বায়ূ প্রধানে দোষ। | |
৬৬। | উল্লুককে সৎ লোক, আর সদ্জনকে ভল্লুক। | |
৬৭। | উড়্তে না পেরে, ফুর ফুর করে। | |
৬৮। | উনন্কে পুছে কাট্ আর কুটুম্কে পুছে ভাত? | |
৬৯। | উদোর বোঝা বুধর ঘাড়ে। | |
৭০। | উৎযােগি পুরুষো সিংহঃ। | |
৭১। | উট্কীর হাতে খাওয়া অপেক্ষা | |
৭২। | উড়্তে না পারায় পােষ মানা। | |
৭৩। | উদোড় বনে শিয়াল রাজা। |
ঊ
৭৪। | ঊর্দ্ধ পবিত্র স্থান ঈশ্বরের নিবাস। | |
৭৫। | ঊর্দ্ধে নিক্ষিপ্ত প্রস্তর স্থায়ী নয়। |
ঋ
৭৬। | ঋণ ও চোরকে পর্ব্ব আড়। | |
৭৭। | ঋণ করে কাণে সােনা। | |
৭৮। | ঋণ চোরকে ঋণ মিলে, মাগ্ চোরকে মাগ্ মিলে। | |
৭৯। | ঋণ করে খাব, মাদলপারা হব, |
এ
৮০। | একে ভালুক তায় খন্তা। | |
৮১। | এক্লা বেনােয় হাট লাগে না। | |
৮২। | একে মা মনসা তায় ধুনর গন্ধ। | |
৮৩। | এক হাতে তালি বাজে না। | |
৮৪। | একে বৌ নাচুনী তায় খেমটার বাজনী। | |
৮৫। | একা বীর্জ্জবান একুশের কাজ করে। | |
৮৬। | এক মাঘেই শীত ফুরায় না। | |
৮৭। | এক্লা বৃহস্পতি ও বােকা। | |
৮৮। | এক কড়া নাই ঝুলিতে লাফ পাড়ছে কুলিতে। | |
৮৯। | এক ঢোঁড়া শাপে সাত পুকুর গাবায়। | |
৯০। | একটুর জন্য হাঁ কল্লেম্ সমস্ত রাত্র ক্ষুধায় মল্লেম্। | |
৯১। | এক হাতে দুট বেল কুড়ান যা না। | |
৯২। | এক হরিতকি আর সমস্ত গ্রামের কাশি। | |
৯৩। | এক পুতা, উনন্ মুতা। | |
৯৪। | এক বাঁনরের মুখ পুড়লে শত বানরের মুখ পােড়া। | |
৯৫। | এদিক সেদিক্ খাও আমার হয়ে থাক। | |
৯৬। | এক সন্তানের মা ঠাকুরাণী, | |
৯৭। | একটা কাষ্ঠ জ্বলে না। | |
৯৮। | এই আহমক্কে পরিহরি, বরং বনে গিয়ে ক্ষুধায় মরি। | |
৯৯। | এক দ্বার মোদা শতেক দ্বার খোলা। |
ঐ।
১০০। | ঐ শোকানলের উত্তাপে অস্থির মজ্জা শুষ্ক করে। | |
১০১। | ঐ কৃতান্তের ভয়ে প্রাণ শুকিয়া যায়। | |
১০২। | ঐরাবত হাতির পদ ও পিচ্ছিল স্থানে থামে না। |
ও।
১০৩। | ওর মুণ্ডু এর্ পা, চুগুল খােরের ব্যবসায় তা। |
ঔ।
১০৪। | ঔদার্য্যতা ধার্ম্মিকের অলঙ্কার। | |
১০৫। | ঔষধ জিহ্বার গলগ্রহ। |
ক।
১০৬। | কন্যার মা কাঁদে আর টাকার পুটলী বাঁধে। | |
১০৭। | কলুর বলদের অমাবশ্যা নাই। | |
১০৮। | কর্ম্ম কর অঙ্গ দিয়ে পথ চল সঙ্গি লয়ে। | |
১০৯। | কদরের ঔষধ কি? | |
১১০। | কথায় কথায় কথা বাড়ে জলের বেগে ছিদ্র বাড়ে। | |
১১১। | কলি যুগে কলের কাজ, শিখলে হয় দমবাজ। | |
১১২। | কথার দৈ বচনের চিড়ে, পেটভরে খাও আমার কিরে। | |
১১৩। | কবিতা, জড়তা, লতা, স্বেচ্ছামতে লয়ে যাবে যথা। | |
১১৪। | কষ্টি পাথরে সােণা চিনে। | |
১১৫। | কাঁচায় নমঃ তোষামদির গৎ। | |
১১৬। | কমবক্তার হাড় পাকে সুবক্তার চুল পাকে। | |
১১৭। | কাল বামোন্ কটা শুদ্র দেখে ডরায় রবি রূদ্র। | |
১১৮। | কালীর পাঁঠার বদ্লিলেও উদ্ধার নাই। | |
১১৯। | কাঠের পােকা কাঠেই চরে। | |
১২০। | কালি, কলম, মন, লিখে তিন জন। | |
১২১। | কানার পা, খালেই পড়ে। | |
১২২। | কাঁধের কুকুর শিকার করে না। | |
১২৩। | কাহাল কুকুর ভারি, এই তিন চলে না ধিরি। | |
১২৪। | কানা গােরু বামোনকে দান বামােন্ কয় নিয়ে আন্। | |
১২৫। | কাজ ছাড়া মানুষ ডাল ছাড়া বানর। | |
১২৬। | কম্বল ভিজালে নিজের ভার। | |
১২৭। | কাএত চুষা গ্রাম বামন চুষা কলিকা। | |
১২৮। | কাড়া মাত্লে মনিব মানে না। | |
১২৯। | কাজের সাক্ষী কারণ পুণ্যের সাক্ষী মরণ। | |
১৩০। | কার ধন কে করে ভােগ, ধাতা করেন সংযােগ। | |
১৩১। | কাগের গলায় গজমতি। | |
১৩২। | কাঁধে কুঠার আর সমুদয় বনে কুঠারের অনুসন্ধান। | |
১৩৩। | কানা পো মাতার সুপুত্র। | |
১৩৪। | কাস্ত্যার বন্ধকেই কি আর বেচায় কি? | |
১৩৫। | কাজের সময় কাজি, কাজ ফুরালে পাজি। | |
১৩৬। | কম্বল ক ছিতে গেলে কেবল লোম। | |
১৩৭। | কাগের মুখে কোকিলের ধ্বনি। | |
১৩৮। | কাঠের খড়্গে রাজ্য ভোগ। | |
১৩৯। | কান কাটা, কানকেই সতর্ক। | |
১৪০। | কানা শুনে হাটে চোক্ বিক্রয় হয়। | |
১৪১। | কালে রাজা ভবস্বতী রাজার মরণে হবস্বতী। | |
১৪২। | কাশি ঘাঁশে বামোন হত্যা। | |
১৪৩। | কামারের কাজ কুমর করে | |
১৪৪। | কাটরাতে মাথা পেতে খড়্গাঘাতের ভয়! | |
১৪৫। | কাঁধে ঝোলা জবরবাৎ, তবে জানবে পশ্চিমা ভাট্। | |
১৪৬। | কিশের মধ্যে কি, না শজিনা শাকে ঘি। | |
১৪৭। | কি কল্ল্যেম বাজারে গীত গেয়ে, | |
১৪৮। | কুমিরকে কলা পাকা দেখাইয়া গঙ্গা পার। | |
১৪৯। | কুল ডুবা বেটী, মূল ডুবা খাতক। | |
১৫০। | কুলাতে জলপান করিলে তৃষ্ণা নিবৃত্ত হয় না। | |
১৫১। | কুক্কুরে পেটে কি ঘি হজম হয়? | |
১৫২। | কুমীর কে শন্নিপাত? | |
১৫৩। | কুয়োর বেঙ সমুদ্রে বিশ্বাস করে না। | |
১৫৪। | কুটুমের তরে মারলেম্ হাঁস, | |
১৫৫। | কুঁড়ায় তো এত গর্ব্ব খুদ্ থাকলে নিত্যই পর্ব্ব। | |
১৫৬। | কুঁদের কাছে কি বাঁক? | |
১৫৭। | কৃক্লাশের বেড়া পর্য্যন্ত দৌড়। | |
১৫৮। | কুঠারীর খাপ নাই, অবোধের পাপ নাই। | |
১৫৯। | কেঁদে মান যেচে সোহাগ! | |
১৬০। | কেউটানীর ঔষ্ঠাধরে ঘা। | |
১৬১। | কেন কল্লে ছি, ছি শুনে উঠেছি কাপড় কাচ্বা | |
১৬২। | কেউট্ হলেই ঝোল হয় না। | |
১৬৩। | কোথাও কিছু নাই নাগরের বাজনা বাজে। | |
১৬৪। | কোথায় রাজরাণী আর কোথায় ছেঁড়া কানী। | |
১৬৫। | কোন্ বা বিয়ে তা দুই পায়ে আলতা। | |
১৬৬। | কোথাও যাও কাটনা কেটে ভাত খাও। | |
১৬৭। | কোথাও কিছু নাই ঠাকুর দেখ এসে। | |
১৬৮। | কোথাও কিছু নাই ক্ষুদে ভক্তার দলে গিয়াছে। | |
১৬৯। | কোন্ কথা না কাঁকাল ব্যথা, |
খ।
১৭০। | খয়রাৎ করা কি ভুতের ব্যবসায়? | |
১৭১। | খাওয়াইলে বনের বাঘও বশ হয়। | |
১৭২। | খাট ধল্ল্যে জম ছাড়ে না। | |
১৭৩। | খুঁয়্যার তাঁতি মখ্মলে হাত? | |
১৭৪। | খেলে জ্বর উপবাসে হয় পর। | |
১৭৫। | খেলে পর না পাড়ে পাশ্ তার জানবে অল্প আশ। | |
১৭৬। | কান পুত্রের নাম পদ্মলোচন। | |
১৭৭। | খেতে জম কাজে কম্ কথা কয়তে মকর্দ্দম। | |
১৭৮। | খেতে দেড়্যা কাজে গড়্যা। | |
১৭৯। | খেলিতে জানিলে কানাকাড়িতেও খেলা করে। | |
১৮০। | খেয়ে দেয়ে নেড়া নাচে কালকে গোবিন্দ আছে। | |
১৮১। | খেতেপেলে মাশী পিষী না পেলে নির্বংশী। | |
১৮২। | খেতে লাজ শুয়ে কাজ, মৃদুভাবে হাঁসে, |
গ।
১৮৩। | গত কাজে আফ্শোস্। | |
১৮৪। | গড়্যা গরুর ভিন্ন গোট। | |
১৮৫। | গঙ্গায় যাত্রা, মাশীর বার্ত্তা। | |
১৮৬। | গরিবের রাগ পেটে পচে। | |
১৮৭। | গড়ন না শড়ন, তায় তিন যায়গায় যোড়ন। | |
১৮৮। | গণকের ঘরেই বিধবার মেলা। | |
১৮৯। | গরজের আগে চাতুরী। | |
১৯০। | গরজ বড় বালাই। | |
১৯১। | গঙ্গা বল না দৈব্যই হৈল। | |
১৯২। | গয়লার ক্ষমতায় গাভী বেচা। | |
১৯৩। | গয়নার মধ্যে মালা কুটুমের মধ্যে শালা। | |
১৯৪। | গাধা পিটলে ঘোঁড়া হয় না। | |
১৯৫। | গাধা ছুঁচ ছাড়া সকলই বহে। | |
১৯৬। | গাধা চলিলেই জল খায়। | |
১৯৭। | গান থাকলে হুঁক, ডোম থাকলে মুক। | |
১৯৮। | গাভী লও দুয়ে, বলদ লও ব্যায়ে। | |
১৯৯। | গ্যাছো ইন্দু ল্যাজে চেনায়। | |
২০০। | গাছে কাঠাল গোঁপে তেল। | |
২০১। | গাছের ফল গাছের নীচেই পড়ে। | |
২০২। | গাভীর বাঁটে দুধ নাই, দুগ্ধ ভাঁড় গয়লা চায়। | |
২০৩। | গাই গয়লায় পিরিত থাকলে কাদার উপর দুধ দোহে। | |
২০৪। | গা খস্ খস্ পরে টেনা, | |
২০৫। | গিঠের কড়িতে মদ খায়, লোকে বলে মাতাল। | |
২০৬। | গুরুর কথা যে না মানে, | |
২০৭। | গুয়ের কোনই পিঠ শুদ্ধ নয়। | |
২০৮। | গুরু মারা বিদ্যা। | |
২০৯। | গুঁড়ি কুট্তেই হল রাত, থাকুক পিঠা রাঁধ ভাত। | |
২১০। | গুণ থাকলে কাঁদে, কেশ থাকলে বাঁধে। | |
২১১। | গুরু নিন্দা অধঃগতি। | |
২১২। | গুণা গোরু কি বাঘে খায়? | |
২১৩। | গুঁঙ্গা কুকুরের বাঁচায় কি? | |
২১৪। | গুটি পোকা নিজের সুতেই বন্দী। | |
২১৫। | গো ব্রাহ্মণ বিরলে শুচি। | |
২১৬। | গোবরিয়া পোকায় প্রদীপ নিবায়? | |
২১৭। | গোরু, জোরু, ধান তিন রাখি বিদ্যমান্। | |
২১৮। | গোউর পুত্র কি বামোন্কেই সাজে। | |
২১৯। | গেঁঠে সোণা মুখে ঝলক। | |
২২০। | গ্রামের শত্রু আর বাহিরের মিত্র সমান। | |
২২১। | গ্রামে মানে নাই তার মণ্ডল নাম। | |
২২২। | গ্রাম বড় তার বাগতী বাজার। | |
২২৩। | গ্রামের মুড়য় বটতলা সাতাইশ ভূতের মেলা। |
ঘ।
২২৪। | ঘরভেদে রাবণ নষ্ট। | |
২২৫। | ঘর নাই তার দ্বোয়ার বাঁদে, | |
২২৬। | ঘরে বসে রাজমহিষীকেও ডাইন বলে। | |
২২৭। | ঘরে নাই ভাজা ভাং, পুত্রের নাম দুর্গারাম্। | |
২২৮। | ঘরে নাই সতের কড়া, | |
২২৯। | ঘর দ্বারটী তোর, চাবি কাটিটী মোর। | |
২৩০। | ঘর না ঢুকতেই চাল বাজে। | |
২৩১। | ঘরের ভাত দিয়ে শক্নী পোষে, | |
২৩২। | ঘরে ছেলে নাই, দরবারে ছেল্যের কিরে খায়। | |
২৩৩। | ঘরে থাকে না বাঘ যখন, শিয়ালের জয়ধ্বনি তখন। | |
২৩৪। | ঘরের বালাই বুড়ী, পেটের বালাই মুঢ়ি। | |
২৩৫। | ঘর ভাংলে আঁধার ঘরে ভাত। | |
২৩৬। | ঘর, বিভাগ, বর, এ তিন মাঘ মাসে কর। | |
২৩৭। | ঘরে ভাত থাক্লে কাকের কি অভাব? | |
২৩৮। | ঘরে নাই খরছি জনার খেয়ে মর্ছি। | |
২৩৯। | ঘর কচ্কচিতে ঘর গৃহস্থের ধ্বংস। | |
২৪০। | ঘরে ছুঁচোর কীর্ত্তন, বাহিরে কোঁচার পত্তন। | |
২৪১। | ঘাশির সুখে রাজার মোকাম্। | |
২৪২। | ঘাটের পাথরে সবাই পা ঘসে। | |
২৪৩। | ঘ্রাণেই অর্দ্ধেক ভোজন। | |
২৪৪। | ঘায়ের সন্ধান মাছি জানে। | |
২৪৫। | ঘি, রুটি, খায় কুকুর পাল্কী চড়ে যায়, | |
২৪৬। | ঘুরিল পাখী কয় দিনে কি সাত তাল নয়? | |
২৪৭। | ঘোড়া, ঘোড়া, পান এ তিন না ফিরলেই যান। | |
২৪৮। | ঘোড়ায় জিন দিয়ে এলেন কি? | |
২৪৯। | ঘোলা জলে কি বড়শী বায়? | |
২৫০। | ঘোড়ায় চিনে শোওয়ার। | |
২৫১। | ঘোল মাগতে পেঁছনে ভাড়। | |
২৫২। | ঘোড়ার ল্যাজে চামর হলে নিজের পাখা ঢাকায়। | |
২৫৩। | ঘোড়া হলে চাবুক আটকায় না। | |
২৫৪। | ঘোড়ার লাথি ঘোড়ায় সয়। |
চ।
২৫৫। | চণ্ডিপাঠও জানি জুত শেলাইও জানি। | |
২৫৬। | চলিলেই চল্লিশ বুদ্ধি না চলিলে হতবুদ্ধি। | |
২৫৭। | চল্ বল্তেই কাঁদে ঝোল। | |
২৫৮। | চড়কের বেলায় রাম রাম। | |
২৫৯। | চড় মেরে দণ্ডবৎ! | |
২৬০। | চতুর সাগরে চরে পাখা ভিজে না। | |
২৬১। | চড়ুই পাখীর জীবনটী ধন। | |
২৬২। | চলতে পেরে না গদা বড় বীর। | |
২৬৩। | চরখা আমার পুত পৈতা, চরখা আমার নাতী | |
২৬৪। | চলতে চায় পদে পদে, চলতে নারে ফুট্কী মদে। | |
২৬৫। | চর্ম্ম প্রিয় নয় কিন্তু কর্ম্মই প্রিয় হয়। | |
২৬৬। | চাটণীর ঘরেও কি বাশি পিঠা। | |
২৬৭। | চাইল নাই, দাইল নাই, রঘু গোলদার। | |
২৬৮। | চারিদিকে ফাঁক, দ্বোয়ারে থাকে আঁক্। | |
২৬৯। | চাঁই, ভুড়ুর ভাঁই, খেঁদা নাকে খোই ঢুকেছে, রাখুন গোঁসাই। | |
২৭০। | চাস বড় রস কিন্তু চায় জন দশ। | |
২৭১। | চারা দেখান হয়, ফাঁদ লুকান যায়। | |
২৭২। | চাস কল্লেন ফোতার বাপ, বীহন বড় পুয়াল লাভ। | |
২৭৩। | চাহিলে কি পাবে, মিষ্ট গাছের আমড়া নয় চামড়া শুদ্ধ খাবে। | |
২৭৪। | চাকুরে কুকুরে বিদ্যা ফিরে নেচে নেচে, | |
২৭৫। | চাল ছেড়ে ভূঁইতে বাতা। | |
২৭৬। | চাইল্ দাইল্ নাই, তার আগেই খাব; | |
২৭৭। | চিল নামলেই কুটা ওঠায়। | |
২৭৮। | চিৎ মাতলেই গীত গাই। | |
২৭৯। | চিন্ বা না চিন্ নূতন দেখে কিন্। | |
২৮০। | চিটা, পিটা, কামার—মনিব কয় এরা নয় আমার। | |
২৮১। | চেনা বামনের পৈতায় দরকার কি? | |
২৮২। | চেটে খেতে কুলয় নাই, সর্ব্বৎ গুলতে চায়। | |
২৮৩। | চোরের রাগে ভুঁইয়ে ভাত। | |
২৮৪। | চোরে শুনে কি ধর্ম্মের কাহিনী? | |
২৮৫। | চোর গােরুকে বাউরী রাখাল। | |
২৮৬। | চোরের স্বাদ কি কাশি? | |
২৮৭। | চোর মরে সাত ঘর লয়ে মরে। | |
২৮৮। | চোর পলালেই বুদ্ধি বাড়ে। | |
২৮৯। | চোর গোরু অপেক্ষা শূন্য গুয়াল ভাল। | |
২৯০। | চোর যায়, পাঁজা লাভ। |
ছ।
২৯১। | ছাড়া তীর ফিরে না, মরা মানুষ আসে না। | |
২৯২। | ছাতু খেয়ে মৈলাবাপ্ তার ছেল্যের বির্দ্দাপ। | |
২৯৩। | ছাতের ডিংগলা ছাতকেই ভাল। | |
২৯৪। | ছিঁড়লেই বাঁশি বাজে। | |
২৯৫। | ছিল মেছেনী হইল মহাজন, চিংগড়ি কে বলে কোন | |
২৯৬। | ছিল ঢেঁকি হইল তুল, কাটিতে কাটিতে নির্ম্মূল। | |
২৯৭। | ছুটলে হাতের শর, না চিনে আপন পর। | |
২৯৮। | ছুঁয়ে যায় নাই তোকে, তায় দণ্ডবৎ কচ্ছে মোকে। | |
২৯৯। | ছুঁচা মেরে হাত গন্ধ। | |
৩০০। | ছুচার চাকর চাম্চিকা তার মূল্য পাঁচসিকা। | |
৩০১। | ছেড়ে দে মা কেঁদে বাঁচি। | |
৩০২। | ছেঁড়া তালায় শুয়ে হাজার টাকার স্বপ্ন। | |
৩০৩। | ছেল্যে খেলাতে দিন গেল লোকে বলে ডাহিন। | |
৩০৪। | ছেল্যে চেয়ে ছেল্যের বিষ্ঠা ভারি! | |
৩০৫। | ছেলে হাগে বাঁচতে, বুড় হাগে মর্ত্তে | |
৩০৬। | ছেল্যে নাহতেই কে | |
৩০৭। | ছেঁড়া। | |
৩০৯। | ছোট লোকের মোটা কথা, | |
৩১০। | ছোট লোক বিষয় পায়, ক্ষণে ক্ষণে দরবারে যায়। |
জ।
৩১১। | জলবহনকারী পিপাসায় মরে না। | |
৩১২। | জল পিট্লে দূরে যায় না। | |
৩১৩। | জলকে ছাতা ছাত্কে বাতা। | |
৩১৪। | জমের মুখেও পেঁড়রা ভাজা। | |
৩১৫। | জলে বাস করে কুমির সঙ্গে বাদ। | |
৩১৬। | জমাতে লড়বড় খরচ দঢ়। | |
৩১৭। | জলের তিলক কতক্ষণ? | |
৩১৮। | জন্ জামাই ভাগ্না, এ তিন নয় আপনা। | |
৩১৯। | জল (নদির) না দেখে নেংটা হওয়া। | |
৩২০। | জন্ম হউক যথাতথা, কর্ম্ম হোক ভাল। | |
৩২১। | জাতি গেলে প্রকৃতি যায় না। | |
৩২২। | জামিন হয় দিতে গাছ চড়ে মর্ত্ত্যে। | |
৩২৩। | জারজ ছেলে যমের অরুচি। | |
৩২৪। | জামাতার ভাইয়ের আদর গজা রোলা | |
৩২৫। | জাতি জাতি কাটে, লৌহে লোহা কাটে। | |
৩২৬। | জাগ্রৎ পুত্রের বিনাশ নাই। | |
৩২৭। | জাড় গেলে জাড়ারি, বয়েশ গতে খোঁপা। | |
৩২৮। | জাড় বড়ই রাড়, বুড়র ভাঙ্গে খাড়। | |
৩২৯। | জেগে থাক্লে তরি, ঘুমাইলেই মরি। | |
৩৩০। | জীবন যায় নাই ছটপটের স্বাদ! | |
৩৩১। | জোর যার মুলুক তার। |
ঝ।
৩৩২। | ঝকড়া পায় নাই কাযেই ঘুগি লিয়ে দৌড়ে। | |
৩৩৩। | ঝলসা মাছি সুর্য্য উদয়ে ভয় পায়। | |
৩৩৪। | ঝি মারলে বৌয়ের ত্রাস। | |
৩৩৫। | টকের ভয়ে পলাই না তেঁতুল তলে বাস। | |
৩৩৬। | টক পড়সী চোরা গাই, ভাঙ্গা ঘটি দুষ্ট ভাই। | |
৩৩৭। | বাপ থাকতে ছেলে মুর্খ, তার জানবে চির দুঃখ। | |
৩৩৮। | টাকার শোকে ইন্দুর মরে। | |
৩৩৯। | টাকা শানে ফেলে চিনে। | |
৩৪০। | টুঅরে করিলে দয়া, টুঅর দেখায় আঠারো মায়া। | |
৩৪১। | টিটিভ পাখী আকাশের দিকে পা রেখে শোওশে। |
ঠ।
৩৪২। | ঠক্লেম যথা না শিখলেম তথা। | |
৩৪৩। | ঠগ মার্ত্তে মথুরা উজোড়্। | |
৩৪৪। | ঠাকুর ঝী ভারি, তার দণ্ডবতের জারি। |
ড।
৩৪৫। | ডাইনের হাতেই পো সঁপা। | |
৩৪৬। | ডাঙ্গেতে চড়িয়ে রং দেখে পার্ব্বতী তোমারই ভরসা। | |
৩৪৭। | ডালে কেন জল ফলবেনা ফল | |
৩৪৮। | ডিংগে খুঁজিতে গুড়গুড়ির রাস্তা। |
ঢ।
৩৪৯। | ঢাকের আগে কাঁশির ধ্বনি। | |
৩৫০। | ঢেঁকিতে মাথা দিয়ে ধমশের ভয়। | |
৩৫১। | ঢেঁকী স্বর্গে গেলেও ধান ভানে। |
ত।
৩৫২। | তপস্যা ভুঞ্জয়ে মহী। | |
৩৫৩। | তপ্তজলে কি ছাত পুড়ে। | |
৩৫৪। | তাঁবুতে আর কপনীতে। | |
৩৫৫। | তাই বলি কেন এত ভারি, | |
৩৫৬। | তুই ডাঁড়কা মুই ডাঁড়কা একই খালের মাছ, | |
৩৫৭। | তুরূক, তোতা, খরগোস এই তিন মানে নাই পােষ। | |
৩৫৮। | তুমি দাদা দৌড় আমি বশে হাপছি। | |
৩৫৯। | তুম্ব্বার ধনে যোগির অহঙ্কার। | |
৩৬০। | তুলাতে কি গুণ ফাটে | |
৩৬১। | তাড়াতাড়ি বিয়ে কর, চির কাল জ্বলে মর। | |
৩৬২। | তেল তামাকে পিত্ত নাশ, যদি থাকে বারো মাস। | |
৩৬৩। | তে মাথাকে হারামজাদা খুর? | |
৩৬৪। | তাের জায়গায় মাের ঘর, যা করবার তাই কর। | |
৩৬৫। | তৃষ্ণা তৃষ্ণা বলিলে তৃষ্ণা মিটে না। | |
৩৬৬। | তৃপ্ত বকের পুঁঠী তিতো। | |
৩৬৭। | তৃষ্ণায় থাক্লে জলের আদর। |
থ।
৩৬৮। | থর থরানি দায়ে, ফর ফরানী পেয়ে। | |
৩৬৯। | থাক বা না থাক বাপু কাপড় না পাইবে। | |
৩৭০। | থােড়া দেনা বহু বিনয়। | |
৩৭১। | থুথু দিয়া ছাতু মলা। |
দ।
৩৭২। | দক্ষিণ দ্বারি ঘরের রাজা, উত্তর দ্বারি ইহার প্রজা, | |
৩৭৩। | দশে অর্জ্জে দশে খায়, লাভের কেতায় গেরস্ত বলায়। | |
৩৭৪। | দশের সঙ্গে করি কায, হারি জিতি নাহি লাজ। | |
৩৭৫। | দশের লাঠী একের বােঝা। | |
৩৭৬। | দশের সঙ্গে যদি না মরি তবে চক্ষু মুদি। | |
৩৭৭। | দরিদ্র দোষে শত গুণ নাশে। | |
৩৭৮। | দশ বাচা গুরূ রূপী। | |
৩৭৯। | দয়ার পর ধর্ম্ম নাই, হিংসার পর পাপ নাই। | |
৩৮০। | দরবারে গিয়ে যায় নাই ভিতর, | |
৩৮১। | দাম দিয়া মদ খায় শুড়ির তোষামোদ। | |
৩৮২। | দাতার ইচ্ছা কর্ম্ম, নাড়া বনে কীর্ত্তন। | |
৩৮৩। | দাদার ছুরী খানি বাম্দিকেই চলে। | |
৩৮৪। | দায়দেকে খৈসে মিলতা। | |
৩৮৫। | দিতে ও মর্ত্ত্যে কেউ চায় না। | |
৩৮৬। | দিন চক্ চক্ রাত ঘোর, তবে জেন বর্ষার জোর; | |
৩৮৭। | দিব্য কল্ল্যে আশ থাকে, মার্ব বল্ল্যে ভয় থাকে। | |
৩৮৮। | দিন যায় কথা থাকে। | |
৩৮৯। | দিন যাক্ ঋণ না হোক্। | |
৩৯০। | দিন মাইনা বৎসর কড়া, প্রাতঃকালে ঝাঁটার মুড়া। | |
৩৯১। | দুর্ভিক্ষমপি শরণং চিরায়ু। | |
৩৯২। | দুষমন্কে উচ্চ আসন। | |
৩৯৩। | দূরে থেকে পর্ব্বত শোভা। | |
৩৯৪। | দুধলী গাভীর নাথিও মিটে। | |
৩৯৫। | দূর রাস্তাকে শলাও ভারি। | |
৩৯৬। | দুধে বাড়ে বল, শাকে বাড়ে মল। | |
৩৯৭। | দুষ্টের দমন শিষ্টের পালন, রাজধর্ম্ম। | |
৩৯৮। | দুঃখীকেই রাজরোগ। | |
৩৯৯। | দূরে থেকে শুন্লেম বাজনার পরিপাটী | |
৪০০। | দুসীমাতে করে ঘর রাজাকে না দেয় কর। | |
৪০১। | দুঃখ গায়তে গেলাম পত্যার মার কাছে, | |
৪০২। | দূরে যশ, নিকটেই অপযশ। | |
৪০৩। | দেখা বামুনের নয় গাছা পৈতা। | |
৪০৪। | দেবতা গড়তে গড়তে ভুত গড়া। | |
৪০৫। | দোজ বারের মাগ্ তুমি রেঁধনা, |
ধ।
৪০৬। | ধনেশ্বর ভূমীশ্বর গর্ব্বে মগ্ন বরাবর। | |
৪০৭। | ধনীর কি কন্যার অভাব? | |
৪০৮। | ধন্য রাজা ধন্য দেশ যদি বর্ষে মাঘের শেষ। | |
৪০৯। | ধন যৌবন জন থাকে আড়াই দিন। | |
৪১০। | ধল্ল্যে চোর নয়লে চেঁচিয়ে মর। | |
৪১১। | ধরিস্ বেটী ছুস্না। | |
৪১২। | ধন হতে ধর্ম্ম বড়। | |
৪১৩। | ধর জঁটে না সেই বটে। | |
৪১৪। | ধর কুকুর ভিক্ষাও কায নাই। | |
৪১৫। | ধরে বেঁদে পীরিত হয় না, ঘসলে মাজ্লে রূপ হয় না। | |
৪১৬। | ধাইলে ধন মিলে না। | |
৪১৭। | ধার্ম্মিক লোক পৃথিবীর ভূষণ। | |
৪১৮। | ধাদাঁরে ভাই ধাদাঁ, মানিক ঘোড়া উড়ে গেল, | |
৪১৯। | ধান, পান, পানি এ তিন আশ্বিনে চিনি। | |
৪২০। | ধেনু ফিরাইলেই ধনঞ্জয়। | |
৪২১। | ধোপার কুকুর না ঘরেই না ঘাটেই। |
ন।
৪২২। | নদী হেন সীমা, রাজা হেন সাক্ষী! | |
৪২৩। | নরাগজা বিশেষয় তার অর্দ্ধেক বাঁচে হয়। | |
৪২৪। | নয় মোন তেলেও হবে না, রাধাও নাচিবে না। | |
৪২৫। | নরুনীর তীক্ষ্ণ ধারে গাছ কাটায় না। | |
৪২৬। | নদী পেরুতে পাল্ল্যে কেউট্ রাজা। | |
৪২৭। | নরমের ধার অতি তীক্ষ্ণ। | |
৪২৮। | নদী, নখি, সৃঙ্গীনারী বিশ্বাস করিলে হয় ভিখেরী। | |
৪২৯। | না ধেড়ি না কশী ধোপা চেয়ে তাঁতি বেশী। | |
৪৩০। | নামেতেই তাল পুকুর। | |
৪৩১। | না জানি সিতে, না জানি পিতে, | |
৪৩২। | নাপিত দেখ্লেই নখ বাড়ে। | |
৪৩৩। | নাচরে বাবা হনূমান্ খেতে পাবি মর্ত্তমান্। | |
৪৩৪। | নাকে কাজ না বায়ুতে কাজ। | |
৪৩৫। | না খেয়ে খোদার বন্দি। | |
৪৩৬। | নাথির দেবতা কি ফুলে তুষ্ট। | |
৪৩৭। | নাইরে আমার সেদিন, এক খিলি পান দুদিন। | |
৪৩৮। | নারী, বারি, তরি, যত্নে রক্ষা করি। | |
৪৩৯। | না মল্ল্যে স্বর্গ দেখে না। | |
৪৪০। | নামি বড় পেঁচারাজা। | |
৪৪১। | নালিতে জল যায়, ছিদ্রে ছিদ্রে তালি দেয়। | |
৪৪২। | নাচেরে সাগর্যা কুমার, বিনা কড়িতে পুকুর আমার। | |
৪৪৩। | নাচে ভাল কিন্তু পাক দেয় মন্দ। | |
৪৪৪। | নাচ বৌ, না পা তুলাই আছে। | |
৪৪৫। | নিত স্বপ্নে বাঘে খায়, বল কদিন তার ভাল যায়। | |
৪৪৬। | নির্ধন্যের ঝী আটকুড়কে, দি, | |
৪৪৭। | নিত্য রোগিকে কতই ঔষধ। | |
৪৪৮। | নির্ধন্যের ধন হলে দিনে দেখে তারা। | |
৪৪৯। | নিঃ স্বার্থিরে ভগবান্ স্বার্থি। | |
৪৫০। | নির্লজ্জকে কতও বল নেই অপমান, | |
৪৫১। | নীচের পুত্রে যদি পায় রাজ্যভার, | |
৪৫২। | নির্গুন সর্পের কুলর মত ফেনা। | |
৪৫৩। | নির্লজ্জ নাচে ঠেটাঁ গায়, | |
৪৫৪। | নিজের পরমায়ু ও পরের ধন অল্প দেখে না। | |
৪৫৫। | নিজের ঘোড়ার ঘাস কাটায় লজ্জা নাই। | |
৪৫৬। | নীর নারী সর্ব্বদা নীচে ধায়। | |
৪৫৭। | নীচে যদি উচ্চ ভাসে, সুবুদ্ধি উড়ায় হেসে। | |
৪৫৮। | নুতন যোগীর ভিক্ষায় মন্। | |
৪৫৯। | নেংটার মুলুকে কাপুড়্যে ভাঁড়। | |
৪৬০। | লেবু চটকালে তিতো। | |
৪৬১। | নেড়া মাথায় খোঁচার ভয়? |
প।
৪৬২। | পর মন্দ পুরী ক্ষয়। | |
৪৬৩। | পথের বিষ্ঠায়, জমে ভয় পায় না। | |
৪৬৪। | পরকে আগোড় দিয়ে নিজে জেগে শোওয়া। | |
৪৬৫। | পত্র পাত্র ফোঁটা এই তিন না করিও ছোটা। | |
৪৬৬। | পর ধনে বিক্রমাদিত্য। | |
৪৬৭। | পরের জন্য গর্ত্ত্য খুঁড়ে অবশেষে নিজে পড়ে। | |
৪৬৮। | পর্ত্ত্যে হবে সাঁখা, মুখ করোনা বাঁকা। | |
৪৬৯। | পথে পেলেম কামার, ফাল পেজে দে আমার। | |
৪৭০। | পরে তসর খায় ঘি, তার কড়ির ব্যয় কি? | |
৪৭১। | পরের মুড় নাপীতের ক্ষুর, প্রাণ করে দূর দূর। | |
৪৭২। | পরের কাপড় ধোপার লাষ, | |
৪৭৩। | পরের দেখে করি হায়, যা থাকে তাও যায়। | |
৪৭৪। | পর হালদা পর বলদা পর সিংহা | |
৪৭৫। | পরিশ্রমের অসাধ্য কিছুই নাই। | |
৪৭৬। | পরের দান আধখানী, তায় কি যায় স্বাদখানী। | |
৪৭৭। | প্রতি ডুবেই কি শঙ্খ মিলে? | |
৪৭৮। | পরের মাথায় দিয়ে হাত, দিব্য করে নির্ঘাৎ। | |
৪৭৯। | প্রত্যয় করেছে কাণা হাটে চোক বিকয়। | |
৪৮০। | পাঁচড়ার কুটকুটী, চুলকতে চুলকতে গেল নোক কটি। | |
৪৮১। | পান্ত ভাতে বেগুণ পোড়া খিঁচড়িতে ঘি। | |
৪৮২। | পাঁতা গেলে ও নাতা যায় না। | |
৪৮৩। | পাপ এবং রোগ গুপ্ত রাখিলে নিজের ক্ষয়। | |
৪৮৪। | পাশ লটপটে, দু কান্ কাটা, ত্রিভুবন দেখালে চিল বেটা; | |
৪৮৫। | পাপ হৃদয়ে সাঁতার দেয়। | |
৪৮৬। | পাথর না ভিজে মুর্খ না বোঝে। | |
৪৮৭। | প্রাতকালে প্রাতক্রিয়া, পুত্র থাকতে বাপের বিয়ে, | |
৪৮৮। | পাপে থাকলেই জমের ভয়। | |
৪৮৯। | পিঠার ভিতর গুড় করে হুড় হুড়। | |
৪৯০। | পির সাহেব বলেন আমি সিন্নি নাই খাব | |
৪৯১। | পিপঁড়ার পাঁখা বেরোয় মর্ত্ত্যে। | |
৪৯২। | পিপঁড়ের পক্ষে প্রস্রাবেই বান। | |
৪৯৩। | পুরুষের নাম সবাই জানে ওগো বলে ডাকে। | |
৪৯৪। | পূর্ব্বে কড়ি পশ্চিমে দড়ি। | |
৪৯৫। | পূর্ণীমার চাঁদে আর ভল্লুকের কাঁধে। | |
৪৯৬। | পুত্র শোকের স্বান্ত্বনা আর কুষ্ঠ রোগের ঔযধ। | |
৪৯৭। | পূআলের আগুণ গোআর পোহার। | |
৪৯৮। | পুত্রকে পুত্রও গেল তার সঙ্গে শওয়া হাতের কপিণ ও গেল। | |
৪৯৯। | পুত্রের মা, বাহিরে কাজের মা ভিতরে। | |
৫০০। | পুরুষের দশ দশা। | |
৫০১। | পুরান চাউল ভাতে বাড়ে। | |
৫০২। | পেট ভরে খেতে হয়, খাট ভরে মর্ত্ত্যে হয়। | |
৫০৩। | পেট ভরিলেই গোবিন্দ রাজা। | |
৫০৪। | পেয়াদার শ্বশুর বাড়ী, বেঙের সর্দ্দী। | |
৫০৫। | পোষা কুক্কুরও কামড় মারে। | |
৫০৬। | পোড়া ঘাএ নুনের ছিটে। | |
৫০৭। | পো নামে পোয়াতি বাঁচে। |
ফ।
৫০৮। | ফল পাকলে মিঠা, মানুষ পাকলে তিতা। | |
৫০৯। | ফলেন পরিচিয়তে। | |
৫১০। | ফাঁকি রাজা, ফাঁকি প্রজা, ফাঁকি দেবতার নাম | |
৫১১। | ফোঁড়া ফুটলে কষ্ট ভুলে। |
ব।
৫১২। | বৈষ্ণবের পদধুলী পড়ে যাঁর ঘরে; | |
৫১৩। | বনের গ্রামে শিয়ালই রাজা। | |
৫১৪। | বড় মাছের কাঁটাও সুস্বাদ। | |
৫১৫। | বড় গঙ্গা পেরিয়ে এলেম্ খড়ে কিসের কি? | |
৫১৬। | বহু বুদ্ধে দিগেরী, হতবুদ্ধে ভাগ্যারি। | |
৫১৭। | বহু ভক্তি চোরের লক্ষণ। | |
৫১৮। | বশি তো নগর, চষিত সাগর। | |
৫১৯। | বড় লোকের ঝী, লেখা পূজীয়ে দি। | |
৫২০। | বর কন্যা রাজি তো কি করিবে কাজি। | |
৫২১। | বর্ষাতেও গাভীর স্তন ভিজে না। | |
৫২২। | বর মরুক বা কন্যা মরুক ডোমের মজুরী যাবার নয়। | |
৫২৩। | বর্ব্বর লোকেই সূর্য্য দেখ্তে প্রদীপ জ্বালায়। | |
৫২৪। | বসে বসে খেলে সমুদ্রের বালিও কুলায় না। | |
৫২৫। | বনের ওল্ আর বাঘা তেঁতুল। | |
৫২৬। | বরং মর্ব ভুখে তবু ঝড় জলে থাকি সুখে। | |
৫২৭। | বসে থাক্রে বক আমার আশে, | |
৫২৮। | বসলে ক্রোশ্ আহারে প্রহর ঘটে। | |
৫২৯। | বাঘ চিন্লেন গোপাল দাস মহিষের মতন সিং। | |
৫৩০। | বাড়ীর গাছা পেটের বাছা। | |
৫৩১। | বাদলে বাদলে বেলা যার, সিয়ানা বৌ তিন বার খায়। | |
৫৩২। | বাড়ীতে একটা নটে শাগ, যারে না দি তারই রাগ। | |
৫৩৩। | বাটলে মরে না কিন্তু কাট্লেই মরে। | |
৫৩৪। | বাঘ লাজালে মাটী কামড়ায়। | |
৫৩৫। | বগালের স্বাদ কি দরবার? | |
৫৩৬। | বাঘে ছুঁলে আঠারো ঘা। | |
৫৩৭। | বাশি পড়লে কুত্তায় খায়। | |
৫৩৮। | বাঁশের বনে ডোম কানা। | |
৫৩৯। | বাপের কালে চাষ নাই, ভালুকের সঙ্গে মিতা। | |
৫৪০। | বাপের বিছানা নেকড়া কেঁথা, | |
৫৪১। | বাপ মারে নাই মণ্ডুক, পুত্র পুরন্দর। | |
৫৪২। | বাঁশ মরে ফুলে, মানুষ মরে বুলে। | |
৫৪৩। | বাঁদরের চুল হলে বাঁধিতে জানে না। | |
৫৪৪। | বাঁদরের সম্পত্তি গালেই থাকে। | |
৫৪৫। | বারো উনন্ তেরো খামার, যথা যাই তথায় আমার। | |
৫৪৬। | বাবলাতে চন্দন দিলেও বাবলার গন্ধ মিটে না, | |
৫৪৭। | বানিজ্যে বশতে লক্ষ্মী। | |
৫৪৮। | বাড়ীর ভিতর তেঁতুল তাল, দুঃখ থাকে সর্ব্ব কাল। | |
৫৪৯। | বাপ পণ্ডিত বেটা মুর্খ ডাক বলে তার সদাই দুঃখ। | |
৫৫০। | বামন হয়ে চাঁদে হাত। | |
৫৫১। | বাঁদ লক্ষ্যে চাস, কুটুম লক্ষ্যে বাস। | |
৫৫২। | বাঁদরের হাতে শালগ্রাম, ঘুঁসতে ঘুঁসতে যায় প্রাণ। | |
৫৫৩। | বাপ মারে নাই ফড়িঙ্গ, পুত্র বরকন্দাজ। | |
৫৫৪। | বাপ বড় বাপের নাম ডুবিয়ে হরে শুঁড়ির নাতি। | |
৫৫৫। | বারো বৎসরে গোবিন্দ দ্বাদশী। | |
৫৫৬। | বাঁদা খেকঁড়া বালকের বশ। | |
৫৫৭। | বাঘের দক্ষীনা প্রাণ দান। | |
৫৫৮। | বামুন ঠাকুর বামুন ঠাকুর চা’ল চিবাইতে পার, | |
৫৫৯। | বালানাং রোদনম্ বলং। | |
৫৬০। | বামুনকে বস্ত্র দান ভিন্ন তার শানা, | |
৫৬১। | বামুন, বাদল, বান, দক্ষিনা পেলেই যান। | |
৫৬২। | বিশকর্ম্মার বেটা বাইশকর্ম্মা। | |
৫৬৩। | বিয়ে না হতেই উঠনে নাচ্। | |
৫৬৪। | বিনা বুঝে কচু খেলে, তেঁতুল কোথায় মিলে। | |
৫৬৫। | বিদ্যারত্ন মহাধন। | |
৫৬৫। | বিনা লক্ষে বাজি হয় না। | |
৫৬৭। | বিশাল শেওড়া অপেক্ষা চন্দনের এক চটাও ভাল। | |
৫৬৮। | বিমাতার শ্রদ্ধা গড়গড়্যে পিঠের ঝোল শান বান | |
৫৬৯। | বিদ্যাশূন্য ভট্টাচার্য্য। | |
৫৭০। | বিপদের বেলায় ভগবান্। | |
৫৭১। | বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর। | |
৫৭২। | বীর্য্যবানের হাঁক সহজে কি যায় ফাঁক? | |
৫৭৩। | বিড়ালের ভাগ্যে শিকাঁ ছিঁড়েছে। | |
৫৭৪। | বিনা সোহাগায় সোনা গলে না। | |
৫৭৫। | বেচা গোরুর দাঁত দেখায় লাভ কি? | |
৫৭৬। | বিষম জনের ফেউ বুঝতে নারে কেও। | |
৫৭৭। | বুড় ঘোড়া টাট পুরানা যে বেচে সেই শিয়ানা। | |
৫৭৮। | বেটার মুরদের কি সীকা পচা মাছে দেয় গিমা। | |
৫৭৯। | ব্যাপারে অপার দুঃখ চাষে রূপ নাশে, | |
৫৮০। | ব্যাপার করিতে গেলাম ভবনদীর কুল, | |
৫৮১। | বেল্ পাক্লে কাকের কি? | |
৫৮২। | বেঁঠে মানুষ চল্তে, লম্বা মানুষ নলতে, ভাল। | |
৫৮৩। | বৈরাগীর জাত্ নাই, গঙ্গার ঘাট নাই। | |
৫৮৪। | বোঝার উপর শাকের আঁটী। | |
৫৮৫। | বৌ, বিড়ালী, মাছি এই তিন নাই বাছি॥ | |
৫৮৬। | বৃদ্ধ বেশ্যা তপস্বিনী। |
ভ।
৫৮৭। | ভল্লুকের অল্প ঘা নখে বৃদ্ধি করে। | |
৫৮৮। | ভক্তির বশ ভগবান্। | |
৫৮৯। | ভক্ত জন ঈশ্বর প্রিয়। | |
৫৯০। | ভাজা খাবে তো তেলের ব্যয়। | |
৫৯১। | ভাতের আদর তেলে চিনায়। | |
৫৯২। | ভাত খেতে ভুতে কিলায়। | |
৫৯৩। | ভাত থাকিলে কাকের অভাব নাই। | |
৫৯৪। | ভাত খাইয়া পথ চলে আপনি মরে দৈবের দোষ। | |
৫৯৫। | ভাই বিনা ধন নাই যদি না করে হিংসা, | |
৫৯৬। | ভাবনাতে মরিল ভবানী তপ্ত ভাতে আমানী। | |
৫৯৭। | ভাঙ্গা হাড়ি ঠাঁয়ে দঢ়। | |
৫৯৮। | ভাই হয়ত বদল সয়। | |
৫৯৯। | ভাই ভাই, ঠাঁই ঠাঁই। | |
৬০০। | ভাঙ্গা ঘর চাঁদের আলো যদিন যায় তদিন ভাল। | |
৬০১। | ভাটের চুপ চুপ ব্যবসার হীন বেন্যার দান ঠাকুর হীন। | |
৬০২। | ভাগের মা গঙ্গা পায় না। | |
৬০৩। | ভাবিতে উচিৎ ছিল প্রতিজ্ঞা যখন। | |
৬০৪। | ভাংগা জিনিসই ভাংগে। | |
৬০৫। | ভাগ হইতে ভাগ্য বড়। | |
৬০৬। | ভাল ভরসা কল্লেম তোমার, প্রতিপালন করবে আমার, | |
৬০৭। | ভাগ্যের ভাগী সবাই, দুর্ভাগ্যের ভাগী কেও নাই। | |
৬০৮। | ভিক্ষায় নাই নাই! | |
৬০৯। | ভুত শাস্ত্রের গুঁত দক্ষীনা। | |
৬১০। | ভুতের কোথায় জন্ম দিন? | |
৬১১। | ভুতকে স্বর্গদ্বার দেখান। | |
৬১২। | ভূত পিশাচ্ যে করে শাধন, | |
৬১৩। | ভেখেই ভিক্ষা মিল্তা। | |
৬১৪। | ভোখা যায় মাগ্ বেচিতে, | |
৬১৫। | ভোজ ভোজ ভোজ আপনার পাতে পড়লেই ভোজ। |
ম।
৬১৬। | মন খুঁজে ধন জিহ্বা খুঁজে নুন। | |
৬১৭। | মরার উপর খাঁড়ার ঘা। | |
৬১৮। | মরিল না সরিল। | |
৬১৯। | মরণ, ধরণ, পানি বরাহ কয় এতিন নাই জানি। | |
৬২০। | মলয়া গিরিতেই চন্দন আছে। | |
৬২১। | মরতে গেছে না, খাড়াদম দাঁড়িয়ে আছে। | |
৬২২। | মর্দ্দ বড় রিংগে, মাগ্ বয় ধনুক তীর, ভাতার বাজায় সিংগে। | |
৬২৩। | মনের ধন জাহাজেও চলে না। | |
৬২৪। | মরা তামলী জলে ভাসে কাগ্ বলে কোন্ ছলে আছে। | |
৬২৫। | মরা হাতি লাক্ টাকা। | |
৬২৬। | মরি কি মারি হারি কি পারি। | |
৬২৭। | মাসী বলতে মায়ের দেখা। | |
৬২৮। | মাছ ধরতে গেলেই কাদা লাগে গায়ে। | |
৬২৯। | মাসী কান্দছেন কেন? না বাছা মুখটাই এইরূপ। | |
৬৩০। | মাতাল নিজের প্রস্রাবে চাঁদ দেখে। | |
৬৩১। | মাগো মা যে ডালে বশি সেই ডালই ভাঙ্গে। | |
৬৩২। | মানিলে দেবতা নইলে পাথর। | |
৬৩৩। | মার হতে ধাক্কাই বেশি। | |
৬৩৪। | মারিলে অমর মরে। | |
৬৩৫। | মাছের মায়ের আবার পুতের শোক! | |
৬৩৬। | মা থাকিলে কি মাসীর জন্য কাঁদে। | |
৬৩৭। | মান বড় না পান বড়। | |
৬৩৮। | মামার বেলায় আমার, ভাগ্নার বেলায় হুঁ। | |
৬৩৯। | মাগ তো মুখ খাবে। | |
৬৪০। | মা জানে বাগ, মন জানে পাপ। | |
৬৪১। | মাছের মধ্যে রুই, শাকের মধ্যে পুই। | |
৬৪২। | মা খায় ধান ভেনে, ছেলে খায় এলাইচ্ কিনে। | |
৬৪৩। | মাথায় বাঁদতে নেকড়া নাই তবু চাঁদয়ার বরাৎ। | |
৬৪৪। | মাংসে ছুরী, হাড়ে কুঠারি। | |
৬৪৫। | মানুষ ও হেতার, চেনা যায় না। | |
৬৪৬। | মাথা নাই তার মাথা ব্যথা। | |
৬৪৭। | মা মরেছে ঘরেও ভাত নাই। | |
৬৪৮। | মাকড় মারলে ধকড়। | |
৬৪৯। | মামার ঘর, আর ডুমুর তল সমান। | |
৬৫০। | মাসী, পিষী বন কাপাসী, বনের মাঝে ঘর, | |
৬৫১। | মাস, নাস, উপবাস এতিন করে সর্দ্দীনাশ। | |
৬৫২। | মিছা কথা ছেঁচা জল বেশী দিন রয় না। | |
৬৫৩। | মিনিসুরে গীত গায়, স্ত্রী মল্ল্যে শ্বশুর ঘর যায়, | |
৬৫৪। | মিনসে যে হেঁসে কথা কয় এতো গতিক ভাল নয়। | |
৬৫৫। | মুর্খ পুত্র যমের সমান। | |
৬৫৬। | মুর্খের বল চুপ থাকা। | |
৬৫৭। | মুর্খও বুঝেনা পাথরও ভিজে না। | |
৬৫৮। | মুচির শাঁপে কি গােরু মরে? | |
৬৫৯। | মুর্গীর পায়ে তেল দেওয়া আহম্মকের কর্ম্ম। | |
৬৬০। | মুড়ি বল, চিড়েঁ বল, ভাতের মত নয়, | |
৬৬১। | মুরদারের চুল কাট্লে কি হালকী হয়? | |
৬৬২। | মেঘ হলেই বৃষ্টি হয় না। | |
৬৬৩। | মরে রে ফড়িঙ্গা কালগু হেগে। | |
৬৬৪। | মােটকে করতে ছােট্ ভারি। |
য।
৬৬৫। | যত কু ও আমের ক্ষয় তাল তেঁতুলের কিবা হয়। | |
৬৬৬। | যত্র বায়ু তত্র শীত মাঘে মেঘে একই রীতি। | |
৬৬৭। | যতদিন থাকে ধান, ততদিন শুপারী পান। | |
৬৬৮। | যখন ঘাড়ে বসে চাপ্ তখন ডাকে বাপ। | |
৬৬৯। | যত হাসি তত কান্না, বলে গেছে রাম সর্ম্মা। | |
৬৭০। | যত্র আয় তত্র ব্যয়। | |
৬৭১। | যথা শপ তথায় লাঙ্গুল। | |
৬৭২। | যখন যার দশা ভাঙ্গে কোঠাঘরেও তায় বাঘে খায়। | |
৬৭৩। | যত দ্বারী অঙ্গ নাড়ে তত কড়ি ঝরে পড়ে। | |
৬৭৪। | যদি গুরু দাঁড়িয়ে প্রস্রাব ফিরে তবে শিষ্য পাক্দিয়ে
প্রস্রাব ফিরে। | |
৬৭৫। | যদি কনে থাকে দুষ্য, তবে বিয়ে অপেক্ষা অমনি থাকা ভাল। | |
৬৭৬। | যার পিতাকে শাপে খায় সে রসি দেখে ডর পায়। | |
৬৭৭। | যার ধারি নাই সে মূলে মূলে চায়। | |
৬৭৮। | যার খায় নুন, তার গায় গুণ। | |
৬৭৯। | যার ধন সে নিলে লুটে মর বেটা তুই শুরকী কুটে। | |
৬৮০। | যার মাড়ায় মাড়া নয় পেঁচা হয় রাজা। | |
৬৮১। | যার কাজ তাকেই সাজে অন্যকে লাঠি বাজে। | |
৬৮২। | যার ছেলের বিয়ে সে পাই নাই গুয়া। | |
৬৮৩। | ঘারে দেখি নাই সে বড় সুন্দরী, | |
৬৮৪। | যার সঙ্গে মোর চলন বাঁকা তার সঙ্গেই নিত্য দেখা। | |
৬৮৫। | যা থাকে শিশে তা যাবে কিসে? | |
৬৮৬। | যার যায় তার যায়, ধোপার খালি একমুঠ ক্ষার যায়। | |
৬৮৭। | যার বিয়ে তার মনে নাই পাড়া পড়সীর ঘুম নাই। | |
৬৮৮। | যার খুন তার গর্দ্দান। | |
৬৮৯। | যার ঝি তার জামাই, পাড়াপড়সীর কাটনা কামাই। | |
৬৯০। | যার যত যহৎ তার তত মহৎ। | |
৬৯১। | যার মুখ দেখলে ঘৃণা পায়, তাকে কি বাঘে খায়? | |
৬৯২। | যা না করে হাজারে তা করে হুজুরে। | |
৬৯৩। | যাচ্লে হিরে বিকায় না। | |
৬৯৪। | যাচ্লে জামাই খায় না ভাত। | |
৬৯৫। | যার শীল তার নোঢ়া, তারই ভাঙ্গি দাঁতের গোড়া। | |
৬৯৬। | যার যেমন মন, তার তেমন ধন। | |
৬৯৭। | যার লাঠি তারই মাটী। | |
৬৯৮। | যার লেগে করি চুরি সেই বলে চোর। | |
৬৯৯। | যার নাম ভাজা চাইল তারই নাম মুড়ি,
যার মাথায় পাকা চুল তাকেই বলে বুড়ী। | |
৭০০। | যার ঘন সে পায় না এলোয় খায় দই। | |
৭০১। | যার বলদ না বইল হালে, তার দুঃখ সর্ব্ব কালে। | |
৭০২। | যার ঘরে রামধনী তার কিসের কমি। | |
৭০৩। | যা রে মর্দ্দ দূর মাঠে ভুয়া দাখ্লে লয়ে হাতে, | |
৭০৪। | যা না দেখ চক্ষ্যে তা মানিও না গুরুর বাক্যে। | |
৭০৫। | যেমনই বা হৌক জ্বর তিন উপবাস ধর্যে কর। | |
৭০৬। | যেমন রাধা তেমনি শ্যাম রূপে গুণে অনুঠাম্। | |
৭০৭। | যেমন আখন তেমনি ঢাকন বুচহাঁড়ি তায় ভাঙ্গা ঢাকন। | |
৭০৮। | যেমন গর্জ্জে তেমন বর্ষে না। | |
৭০৯। | যেমন বঁধু পান খাইকা তেমনি চামের বুট। | |
৭১০। | যে জল বয় তার কি তৃষ্ণা পায়। | |
৭১১। | যে যত পায় সে তত চায় | |
৭১২। | (য যাতে রটে তার তাতেই ঘটে। | |
৭১৩। | যে জন চড়ে সেই জন পড়ে। | |
৭১৪। | যেমনি কুকুর তেমনি মুগুর। | |
৭১৫। | যে এলো ধেয়ে সে থাক্ল চেয়ে, যে ছিল বসে সে খেলে কোশে। | |
৭১৬। | যেমন গুরু তেমনি চেলা, মাগে হরিতকী দেয় ভাল। | |
৭১৭। | যে থাকে ভাণ্ডে তা নাই ব্রহ্মাণ্ডে। | |
৭১৮। | যে দেয় অঙ্গে তায় যায় সঙ্গে। | |
৭১৯। | যে যায় লংঙ্কা সেই হয় রাক্ষস। | |
৭২০। | যেমন গুরু তেমনি চেলা, টক ঘোল তায় ছেঁড়া মালা। | |
৭২১। | যে মাটীতে পড়ে লোক উঠে তায় ধরে, | |
৭২২। | যোগীর বলদ বালাই। | |
৭২৩। | যোগীর গীতে ভনিতা নাই। | |
৭২৪। | যোগেই যোগী সিদ্ধ। |
র।
৭২৫। | রস্ বিটী সয়ে সব যাবে বয়ে। | |
৭২৬। | রাগি, দাগি, ডাংগি এ তিন ধর্ম্মত্যাগী। | |
৭২৭। | রাড় ঝুকলেই লাথি সার। | |
৭২৮। | রাজার কাছে কি কোটালের দোহাই। | |
৭২৯। | রাম ডিঙ্গুয়া ফতে খাঁ যথা ইচ্ছা তথায় যা। | |
৭৩০। | রাজা হবে তো খাবে কি? | |
৭৩১। | রাজার তীর সোজাই ছোটে। | |
৭৩২। | রাজভক্তি প্রজার উচিৎ কার্য্য। | |
৭৩৩। | রাজার দলবদ্ধ আর রোগীর মলবদ্ধ। | |
৭৩৪। | রাজার ঘরের ঘি আঁচল পেতে নি। | |
৭৩৫। | রাজ আজ্ঞা বনবাস। | |
৭৩৬। | রাঁড়ের ধন যোয়ারের পানি | |
৭৩৭। | রাঁড়ের বুদ্ধি তিন কিলেই ছাড়ে। | |
৭৩৮। | রাঁড়ের স্বপ্ন তল সুতা। | |
৭৩৯। | রূপ নাচে সুর গায় তবে দেখ্তে মন যায়। | |
৭৪০। | রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। | |
৭৪১। | রেড়ীর বনে বিরলই বাঘ। | |
৭৪২। | রোগের মধ্যে কাস ঘাসের মধ্যে কাশ। | |
৭৪৩। | রোগের লেশ্ শত্রুর শেষ না থাকাই উচিৎ। | |
৭৪৪। | রােক্ মজুরী, চোখাদেনা। | |
৭৪৫। | রৌদ্র কি কুরণ্ডের ঔষধ? | |
৭৪৬। | রৌদ্রে ছাতা জলে খর যে না করে সে বর্ব্বর। |
ল।
৭৪৭। | লক্ষ্মীর মা ভিক্ষা মাগে। | |
৭৪৮। | লণ্ড গুরু ভণ্ড চেলা হরিতকী চাইলে দেয় ভেলা। | |
৭৪৯। | লাগা চোরে কি জাগা মানে। | |
৭৫০। | লা লােহা লবণ তিন বেচে যবন। | |
৭৫১। | লা লোহা তসর তিন বহেন ঈশ্বর। | |
৭৫২। | লাভের গুড় পিঁপড়ে খায়। | |
৭৫৩। | লিখিব পড়িব মরিব দুঃখে, মাছ ধরিব খাইব সুখে। | |
৭৫৪। | লুটে এনে কুটে খায়, বল তার কদিন যায়। |
শ।
৭৫৫। | শতকে সুপারি হাজারে পান, | |
৭৫৬। | শতেক ধেনু হাজার গোলা, | |
৭৫৭। | শরণে মরণ নাই। | |
৭৫৮। | শরীর খানী মহাশয় যা সহাবে তাই সয়। | |
৭৫৯। | শতেক কাককে এক তীর। | |
৭৬০। | শরীরং ব্যাধি মন্দিরং। | |
৭৬১। | শত মারি ভবেৎ বৈদ্য সহস্র মারি চিকিৎসকঃ। | |
৭৬২। | শাস যতক্ষণ আশ ততক্ষণ। | |
৭৬৩। | শাকের উপর নুন নাই তায় মরিচ গুঁড়। | |
৭৬৪। | শিশিরের ভয় কি পড়েছি সমুদ্র নীরে, | |
৭৬৫। | শির নাই তার শিরঃপীড়া। | |
৭৬৬। | শৃগালের বিষ্ঠায় ঔষধি হয় শৃগাল শুন্য পাহাড়ে বাহ্যা যায়। | |
৭৬৭। | শিখ্লি কোথা না ঠেকলাম যথা। | |
৭৬৮। | শ্বেত চামরে আর ঘোড়ার লেজে। | |
৭৬৯। | শুঁড়ির সাক্ষী মাতাল। | |
৭৭০। | শুঁড়ির মণ্ডল আঘুরীর রায় বলতে বলতেই স্বর্গে যায়। | |
৭৭১। | শুন শুন শ্বশুর ঘরের গুণ, বেগুণ পােড়া আলোনা | |
৭৭২। | শুয়ে জাগে খেলেই হাগে, এমন ছেলে যমের লেগে। | |
৭৭৩। | শুকর মারবার সােনার তীর। | |
৭৭৪। | শােনা, কানা, ভনা, সত্য কয় না এ তিন জনা। |
ষ।
৭৭৫। | যাঁড়ের গোবর কোন কার্য্যের নয়। |
স।
৭৭৬। | সবুরে মেওয়া ফলে। | |
৭৭৭। | সবে ধেনু, রামকানু, লয়ে এলেন সিংগাবেনু। | |
৭৭৮। | সরস্বতীর কাছে পাঠের বিচার। | |
৭৭৯। | সঙ্গ দোষে লোহা ভাসে। | |
৭৮০। | সমস্তু রাত পড়ালেম' “ক” প্রাতে পড়ে দন্ত্য “স”। | |
৭৮১। | সব হারায়ে লাউয়ে চাপড় হায় রে আমার কুম্ড়া। | |
৭৮২। | সব কুকুরই গঙ্গা নাইলে পাত চাট্বে কে? | |
৭৮৩। | সকল বাঁশে চামর বাঁধে না। | |
৭৮৪। | সখীরে সখী আপনার মান আপনি রাখি। | |
৭৮৫। | সকল জাতি পোষ মানে যার থাকে ল্যাজ দুজাতি | |
৭৮৬। | সহরের কুকুর বাহিরের ঠাকুর সমান দর। | |
৭৮৭। | সব শিয়েলের একই “রা”। | |
৭৮৮। | সকল ভুতের উদ্ধার গয়াতে, কিন্তু গয়ার ভুতের
উদ্ধার কোথায়? | |
৭৮৯। | স্বর্গেই যাব, না লাড়ুই খাব? | |
৭৯০। | স্বতীন ভাল কিন্তু কাঁটা ভাল নয়। | |
৭৯১। | স্বনয়নে সুবর্ণ বর্ষে। | |
৭৯২। | স্বাদ হয় সাধু হতে, ভয় পায় ছাব নিতে। | |
৭৯৩। | সাধু, চোরের বাণী লক্ষণ দেখে চিনি। | |
৭৯৪। | সাঁতার না জান্লে বাপের পুকুরে ডুবে মরে। | |
৭৯৫। | সারাদিন খাটালে সন্ধ্যেবেলা খালি হাতে পাঠালে। | |
৭৯৬। | সাঁখাহাতি সাঁখানাড়ে পাগল বলে মোর জন্য ভাত বাড়ে। | |
৭৯৭। | সাপে খায় কিন্তু সাপের মুখ খালি থাকে। | |
৭৯৮। | সাতকাণ্ড রামায়ণ পড়ে সিতা কার ভার্য্যা? | |
৭৯৯। | সাঁখের করাৎ যেতে আসতেই কাটে। | |
৮০০। | সাজ করতেই করতেই সব ফুরাল। | |
৮০১। | সাপের সামনে বেঙ নাচে। | |
৮০২। | সাধে কি বিরাল উঠে গাছে। | |
৮০৩। | সাহসের অসাধ্য কিছুই নাই। | |
৮০৪। | সেজে গুজে পেঁচা রাজা। | |
৮০৫। | সাধে কল্লেম ভাতার না সেও হলেন ছাতার। | |
৮০৬। | সাধুজন ঘাটের পাথর, ছোট বড় পা ঘসে তবু করে না উত্তর। | |
৮০৭। | সিতা রামের বাণী আবাতেল আধাপানী। | |
৮০৮। | সিদ্ধি খেলে বুদ্ধি বাড়ে গাঁজা খেলে লক্ষী ছাড়ে। | |
৮০৯। | সিঁদ কাটতে ভুঞা তসীল করতে মিঞা। | |
৮১০। | স্ত্রী বুদ্ধি প্রলয়ং কুরু। | |
৮১১। | স্থিরজলে পাথর কাটে। | |
৮১২। | সুদুই লসফস পুঁটলীতে গুড় নাই তার পাতা গোটা দশ। | |
৮১৩। | সুঁচ হয়ে প্রবেশ করে ফাল হয়ে দাঁড়ায়। | |
৮১৪। | সূর্য্য কি হাতের আড়ে লুকায়? | |
৮১৫। | সুখে থাক মোর চুড় বাঁশি কত শত মিলবে দাসী। | |
৮১৬। | সুভস্য শীঘ্রং অসুভস্য কাল হরণং। | |
৮১৭। | সোনার চুড় বাঁকাও ভাল। | |
৮১৮। | সোজা আঙ্গুলে ঘি উঠে না। |
হ।
৮১৯। | হরি নামের মালা বলেই কি বোঝা? | |
৮২০। | হরিণ সিংহে মাছি বসতে দেয় না। | |
৮২১। | হাটে মাঝি বাটে মাঝি ঘরে এল ছেলের বাপ্ | |
৮২২। | হা করতে করতেই ফোঁপসা গুণি। | |
৮২৩। | হাতির পিছনে কুকুর ডাকে। | |
৮২৪। | হাতি কি হাতে ঠেলা যায়? | |
৮২৫। | হাতের আলস্যে গোঁপ নষ্ট। | |
৮২৬। | হাঁসে যায় বরযাত্রি যাঁকে লাগে কড়ি পাতি। | |
৮২৭। | হাগু হাগু মরণং, লেখ লেখ লেখনং। | |
৮২৮। | হাতে মুখে দই, তবু বলে কই কই। | |
৮২৯। | হাতে পাঁজি মঙ্গল বার। | |
৮৩০। | হাতের সাঁখা দর্পণে চেনায়। | |
৮৩১। | হাতে খায় মুখে লালায়। | |
৮৩২। | হাবা তাঁতির উলুবনে সাঁতার। | |
৮৩৩। | হিং গেলে কি হিংগের গন্ধ যায়। | |
৮৩৪। | হুড়মুড় যাত্রা যা করেন বিধাতা। | |
৮৩৫। | হেংলামনের ঠিক নাই সকল দেব পূজে, | |
৮৩৬। | হেল্যা যায় হাল নিয়ে বিধাতা যান তুল নিয়ে। | |
৮৩৭। | হেলায় কার্য্য নাশ। | |
৮৩৮। | হেঠ হতে পারলেই হয় শ্রেষ্ঠ। | |
৮৩৯। | হেরে গেলেই মানের খর্ব্ব। |
হিন্দির কতকগুলি দোহা
ও চলিত প্রবাদ।
অ।
১। | অতি নাহি বর্ব্বব অতি নাহি চুপ! | |
২। | অজড়িয়াকে কাহি গোস্ত নেড়িয়্যাকে সাত কাঁহি দোস্ত। | |
৩। | অহির, গড়রিয়া, ফঁসিয়া তিন জনমসে সত্যা নাশিয়া। | |
৪। | অদাঁত অশ্বী, দো দাঁত গাই, মাঘ মহিষী, চৈৎ বিরালী। |
আ।
৫। | আশী বুদ্ধি হিলে ঝুলে, ষাট্ বুদ্ধি চিৎ পাতাং। | |
৬। | আদর নাহি ভাব নাহি যাঁহি নাহি প্রেম | |
৭। | আবাদ করে ঝাঁটি ঘড়ে, ঝঁটি ফসল খায়। | |
৮। | আট হাত অহিসে ডরিয়ে ষাট হাত মাতওয়ালা | |
৯। | আপহি সে করে পাপ আপহি সে লিখে | |
১০। | আপ ভালা তো জগৎ ভালা। | |
১১। | আপরূচি ভোজন, পর রূচি সিংগার। | |
১২। | আমদানী নহি রপ্তানি কাঁহা। | |
১৩। | আশকরত করত যুগ বিতা, হিল পর গিরতা |
ই।
১৪। | ইচাতানা টেং পাশানা, গর্দ্দন খাট এহি জান ঠগ্কী নিশানা। |
ঈ।
১৫। | ঈশ্বর কো কইনা দেখে পরন্তু আকেল সে পয়ছান্তাহৈ। |
উ।
১৬। | উত্তম খেতি, মধ্যম বান্, নির্ঘিন চাকরী ভিখ নিদান্। |
এ।
১৭। | একনর ভুলে দোনর ভুলে ভুলে জগত সংসার, | |
১৮। | এসা বাৎ কহি যো কইনা কহে ঝুট। | |
১৯। | এসা কভি না দেখি যে কুহি শির পর কাগ | |
২০। | এক খুড়কীমে ক্যা উখড়ী। | |
২১। | এভি কহে এভি নহি ধরমকে বাট কুছ নহি। | |
২২। | এক যোড়া পাঁয়রী, ঘন ময়্যা ঘন ধিয়া। |
ক।
২৩। | কধি ঘন্ঘনা, কধি মুঠি চানা, কধি অহমানা। | |
২৪। | কথনী কথে সো পুত হামারা বেদ পড়ে সো নাতী | |
২৫। | ক্যা কহে কিসমত কি বাৎ, | |
২৬। | কমলা ছাড়ে তা কমলী না ছাড়ে। | |
২৭। | ক্যা কঁহু কুছ কহা না যায় কহা বিনা রহা না যায়, | |
২৮। | কাহা রাজা ভোজ, কাঁহা ভজুয়া তেলি। | |
২৯। | কেৎনা কেৎনা ডট্ বহগয়্যা, গাধা কহে, কেতনা পানি। | |
৩০। | কারিগরী সফেৎ আয়ী অব ক্যা দেখরে ভাই। | |
৩১। | কাহনেমে ভারি ভুরি, ভাগনেমে এক তেয়ারি। | |
৩২। | কানা পাঁড়ে পাঁওলাগী, না, নিকে রাহা পুতা। | |
৩৩। | করম হীন সাগর গয়ে যাঁহা রতন কা ঢেউ, | |
৩৪। | কপটীকা কণ্ঠিক্ বন্দ পাখাণ্ডী তীলক ধারি, | |
৩৫। | কোন্ গলি না খসমলি। |
খ।
৩৬। | খাটে খাটাওয়ে তিন গুণ পাওয়ে | |
৩৭। | খাণ্ডাকি দোন তরফ ধার। | |
৩৮। | খাতেথে শাক সাতুয়া সুতেথে টাট্ আব, খানে লাগে |
গ।
৩৯। | গুড়কী লেড়ুয়া টেড়ুয়া ভি আচ্ছা হৈ। | |
৪০। | গোঁওমে কর চাস্, বে গোঁওমে কর বেপার। | |
৪১। | গোঁশয়াজী মরণে গেল, দোন কাঁথা হামারে ভেল | |
৪২। | গুরূ করো জানকে, পানি পিও ছানকে। |
ঘ।
৪৩। | ঘসে ঘস ঘস করে ঘুর ফির লেয় পানি তেরে মনমে | |
৪৪। | ঘরমে নাহি খরচী, জুনারা খাকে মরছি। | |
৪৫। | ঘুসল্ ছোট্ নেহায় পর। |
চ।
৪৬। | চলনা ভালা নহি কোশ ভর, দুহিতা ভালা নহি | |
৪৭। | চৈৎ ধাওয়ে বৈষাখ শোওরে, | |
৪৮। | চাক্ দেখি চিকন্ দেখি তলং দেখিয়ে নিকা ভিতর
ভিতরকে তরফ দেখিয়ে দে হাঁড়ি এক সিঁকা। | |
৪৯। | চিঠিয়া চাকর টেঁটু ঘোড়া, খায় বিস্তর কাম থোড়া। | |
৫০। | চোরনী চোরাওয়ে, কপিলা মায়ী বাঁধি গয়ী। |
ছ।
৫১। | ছুঁচা কো কোন্ পুচ্ছা। |
জ।
৫২। | জল্হা চোরাওয়ে নলী নলী খোদালেই একেবেরী। | |
৫৩। | জঙ্গল কাটকে ক্ষেত বনায়্যা উসম বোয়া ধান। | |
৫৪। | জব খোদা দেখা তব ছপ্পর তোড়কে দেগা, |
ঝ।
৫৫। | ঝুট বাড়া পাপ নহি সচ্ বড়া পুন্ নহি। | |
৫৬। | ঝুট কহি তো থােড় কাহে? |
ট।
৫৭। | টেরা কি মেরা থােড়ী রােজ কি ডেরা। | |
৫৮। | টাকাসে শুদ পিয়ারা বেটা সে নাতী। |
ত।
৫৯। | তুরূক তোতা, খাের ঘোস তিন না মানে পােষ। | |
৬০। | তুঝাড়ু মৈ শুপ দনাে সমধীনকী একই রূপ। | |
৬১। | তুলসী জপতপ পুজিয়ে সব গড়িয়াকে খেল |
থ।
৬২। | থােড়া খানা বানারসমে রহনা। | |
৬৩। | থোড়া দেনা বহুত বিন্তি। |
দ।
৬৪। | দরদীকে দরদ বাতাওয়ে আধা দরদ লেয়, | |
৬৫। | দাতা সে সুখ ভালা আগে করে জবাব। | |
৬৬। | দাতা দান করে ভাণ্ডারীকে পেটফুলে। | |
৬৭। | দুনিয়ামে দোন বৈরি বৈরাগী আওর উট্, |
ধ।
৬৮। | ধন, রূপ, গুণ কারণে প্রীত করে সবকই, | |
৬৯। | ধরম করম দুর গয়া হৈ পাপ হুয়া হৈ ভারি, | |
ঘরকে রণ্ডি বিগড় গয়ী, চিৎ চোরাওয়ে দাসী | ||
৭০। | ধনমে ধান্দা | |
৭১। | ধিরকীট্ মিরকীট্ ধরতী সহে বনরায় |
ন।
৭২। | নাচ না আওয়ে, আঙ্গন্ টেড়া। | |
৭৩। | নাও, কাও শৃগাল এ তিন বড়ি তরকার। | |
৭৪। | নারী নহি চোখি ছুরী মৎলাগাও অঙ্গ
দশ মুণ্ড কি রাবণ গয়ে পরনারীকে সঙ্গ। | |
৭৫। | নাক না কান, আওর বিচ্মে দোকান | |
৭৬। | নওয়াকী বরীয়াৎ ঠাকুরে ঠাকুর। |
প।
৭৭। | পাঁও পলককী খবর নাহি আওর কাল্কে করে আশা। | |
৭৮। | পড়ে ফারসী বেচে তেল দেখ কুদরৎকী কেশা খেল। | |
৭৯। | পতি বিনা সুরৎ ফিক্কা ধন বিনা ফিক্কা মান, | |
৮০। | পিরিত করকে দাগা নহি দেনা, | |
৮১। | প্রিতম্ পিরিত লগাকে দূর দেশ মৎ যাও, |
ব।
৮২। | বকুলা বৈঠে দরখৎ বিগাড়ে, মজলীস বিগাড়ে ভাঁড় | |
৮৩। | বহুত বহুত কাগোঁকে বিচমে বিরলে বিরলে সফেদ কাগ হৈ। | |
৮৪। | বন পোড়ে সবকই দেখে অন্তর পোড়ে কইনা না দেখে। | |
৮৫। | বৈঠলে রজপুত্ উঠলে অজগুৎ বহুতে সোজ্ তো হাঁসুআ বরাবর। | |
৮৬। | বাহির তো টীকা ফোকা ঘরমে ভুজল্ মহুয়া ফোকা। | |
৮৭। | বাঙ্গালী গোঁ বুঝি গিরে। না রহে বাঙ্গালী তো কহি একবাৎ। | |
৮৮। | বারো রজপুত তেরো চুলা। | |
৮৯। | বিপদ বরাবর সুখনহি যো থোড়া দিন হই, | |
৯০। | বিবীজি ভেলা যব জবর মিঞাজি গেলাতর কবর। | |
৯১। | বুন্দে বুন্দে তালাও ভরে। |
ভ।
৯২। | ভাটকে ভালা বোলনা চলনা বহুড়িকে ভালা চুপ। | |
৯৩। | ভুলগয়ে বাঁক পাটা ভুলগয়ী পাগড়ী, | |
৯৪। | ভৈঁষাকে আগে বীন্ বাজাও পরন্তু ভৈঁষা পঘুরায়। |
ম।
৯৫। | মরদকে বাৎ আওর হাতিকে দাঁত। | |
৯৬। | মন চাঙ্গা তো কঠোতে গঙ্গা। | |
৯৭। | মক্কর, শক্কর কা ঘানী আধা তেল আধা পানী। | |
৯৮। | মুখমে হরি বগলমে ছুরী। | |
৯৯। | মক্ষী বৈঠে মধুপর পাঁখগয়ী লিপটাই, |
য।
১০০। | যব হোগা মরণা, তো ক্যাইে চুপচুপ করনা। | |
১০১। | যব খোদা দেগা তব ছপর তোড়কে দেগা। | |
যব খোদা লেগা তব রক্তি হাগুয়াকে লেগা। | ||
১০২। | যব লো জল রহে হংশা মছরী চুন্ চুনকে খাগা। | |
১০৩। | যব জল সুখেগা, মীন মরেগা, | |
১০৪। | যিন্ কো বাৎ নহি উনকো জাত নহি। | |
১০৫। | যো, নাহৈ আপসে, সো না হয় বাপসে। | |
১০৬। | যো পুতর নিশী বাসর প্রিয়ে, | |
১০৭। | যে লকড়ী ঘুণ লাগত হৈঁ ভালা হুয়ে নাফির, | |
১০৮। | যো হৈ সিয়ানা, সো আগে করে বিছানা। | |
১০৯। | যো হৈ স্থিরা সহি হৈ আমিরা। | |
১১০। | যে পড়ে খহর তো না ছড়ি শহর। | |
১১১। | যো হৈ জগতকে নাথ সো নহি লকড়ি,
জিসমে দেহ, প্রাণ বাঁচে সো না হৈ সঁখড়ী। |
র।
১১২। | রং বুঝে রসিকা সুজন বুঝে আন্, | |
১১৩। | রাঁড় কি ঘরমে মাড়কি ঝগড়া। | |
১১৪। | রাঁড়, ষাঁঢ়, সিঁড়ি, সৈব্যাসী, |
ল।
১১৫। | লড়কে চালাওনা, বেঙ্গ কো তৌল করনা মুস্কীল হৈল | |
১১৬। | লড়তে লড়ে পাঠান্ জলা কহে মেরা জঙ্গ লড়তা হৈ। | |
১১৭। | লোহকট্, চুলকট্, চামকট এ তিন জনম সে ছরকট। | |
১১৮। | লাদে খেদে চরাওয়ে গাই সচ্ কহে তা সত্যা না যায়। | |
১১৯। | লাঠি মে বহুত গুণ সদা রাখিয়ে সং, | |
১২০। | লিপ্পাৎ কে চৌকাকীয়ে, কিযে অজ পশু ঘড়াই, | |
১২১। | লেনা দেনা খারা খারি খাওয়া পিয়া ভায়্যা চারি। |
শ।
১২২। | শিখ্ পিখ্ শিখ্ পড়োশীকে শিখ্। | |
১২৩। | শােমে শুর হাজার মে কানা, লাখোঁপর ইচাতানা, |
স।
১২৪। | সঁয়্যাকে আর্জ্জন ভয়্যাকে নাম। | |
১২৫। | সচকহে জগমারন্ধিরা ঝুট কহে পরতীত | |
১২৬। | সাতপাঁচ যাঁহা বজর পড়ে তাঁহা। | |
১২৭। | সাথিমে না লাংগােঠা, নবাবকে সাথ আঁটা আঁটী। | |
১২৮। | সাতুআ আতুয়া সেন্বা গেনবা তব না খেইবা। | |
১২৯। | সগরে জঙ্গল ঢুঁড়িগয়ী কাঁহি না মিলে তুলসী, | |
১৩০। | সুম কো দিয়া ধন, লেলা কো দিয়া নারী |
হ।
১৩১। | হরদীকে রং, আওর বিদেশীকে সং সমান্ হৈ। | |
১৩২। | হাটারী বাজারি কামিনা গুলাম, | |
১৩৩। | হিরা হিরিকী কঠরী যাঁহা তাঁহা মৎখোল | |
১৩৪। | হিম্মতে বাঁন্দা মদতে খােদা। | |
১৩৫। | হুজুতে বাঙ্গলা হিন্মতে চিন্। | |
১৩৬। | হুব করে তো কর শকে। |
কতকগুলি হিয়ালী এবং প্রহেলিকা।
১। | অনন্ত ধরিল ফণা সঙ্করের মাথে, |
২। | অনলেতে জন্ম তার নলে করে ভর, |
৩। | অনল সমান ক্ষেতি নাহি তাতে চাষ। |
৪। | অশ্ব নয় রজ্জু নয় নাহি তার পা, |
৫। | ঈশ্বর নির্ম্মিত ঘর নাহি তার দ্বার। | |
কবিবর বলে যাহা হিঁয়ালীর সুরে। |
৬। | কাট মাটি আর ফল তিনে এক তনু, |
৭। | গণ্ডার সমান বীর শিরে খড়্গধর। |
৮। | জল মধ্যে জন্ম বটে নগর মধ্যে বাস। |
৯। | জল মধ্যে জন্ম বটে নহে কুম্ভমীন্ |
১০। | নাক, মুখ, চক্ষু আছে ইথে নহি ভ্রান্ত, |
১১। | পঙ্কেতে জন্মতার মরিলে সে ডাকে। |
১২। | বিধাতার সৃষ্টি দেখ একি চমৎকার। | |
গর্ব্ভেতে শরীর তার অপূর্ব্ব সংসার। |
১৩। | বিষম চাকরী যার তর নাহি পায়, |
১৪। | বিঘৎ পরিমাণ গাছটী ছাতার মত পাতটী। |
১৫। | প্রথম প্রহরে প্রভু ঢেঁকি অবতার, |
১৬। | ছিলাম যখন শিশুকালে তখন মেরেছিস্ আপন বলে, |
১৭। | রাজাও নয় বাদশাও নয় চড়ে যায় কাঁধে, |
১৮। | লম্ফে লম্ফে যায় বীর, দুটী পা ঘােড়া, |
১৯। | শনক পুরে ঘর তার নাম সনাতন, | |
কবিকঙ্কন বলে তাহা খেতে বড় মিঠা। |
২০। | কাননে জন্ম হয় ত্রিভঙ্গ সুঠান, |
২১। | মহল ভিতরে থাকে নয় কারো নারী, |
২২। | রাত্রিতে জনম যার দিবসে মরণ, |
২৩। | দু অক্ষরে জন্ম যার সর্ব্ব লােকে খায়, |
২৪। | ছিল মুঢ়ি হইল সাপ, |
২৫। | ছুঁছের মত মুখতার করাতের ধার, |
এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।