প্রবাহিণী/অবসান/৯
(পৃ. ৮২-৮৩)
৯
ভরা থাক স্মৃতি সুধায়
বিদায়ের পাত্রখানি।
মিলনের উৎসবে তায়
ফিরায়ে দিয়ো আনি ৷
বিষাদের অশ্রুজলে
নীরবের মর্ম্মতলে
গোপনে উঠুক ফ’লে
হৃদয়ের নূতন বাণী॥
যে পথে যেতে হবে
সে পথে তুমি একা,
নয়নে আঁধার র'বে,
ধেয়ানে আলোক রেখা।
সারাদিন সঙ্গোপনে
সুধারস ঢাল্বে মনে
পরাণের পদ্মবনে
বিরহের বীণাপাণি॥