প্রবাহিণী/ঋতুচক্র/২৮
(পৃ. ১৪৩)
২৮
আসা-যাওয়ার মাঝখানে
একলা আছে চেয়ে কাহার পথপানে॥
আকাশে ঐ কালোয় সোনায়
শ্রাবণ মেঘের কোণায় কোণায়
আঁধার আলোয় কোন খেলা-যে কে জানে
আসা-যাওয়ার মাঝখানে॥
শুক্নো পাতা ধূলায় ঝরে,
নবীন পাতায় শাখা ভরে।
মাঝে তুমি আপন-হারা,
পায়ের কাছে জলের ধারা
যায় চলে ঐ অশ্রুভরা কোন্ গানে
আসা-যাওয়ার মাঝখানে॥