প্রবাহিণী/ঋতুচক্র/৬৩
(পৃ. ১৬৫)
৬৩
ফাগুনের পূর্ণিমা এল কার লিপি হাতে?
বাণী তার বুঝিনারে, ভরে মন বেদনাতে।
উদয়-শৈল মূলে জীবনের কোন কূলে
এই বাণী জেগেছিল কবে কোন্ মধুরাতে॥
মাধবীর মঞ্জরী মনে আনে বারে বারে
বরণের মালা গাঁথা স্মরণের পরপারে।
সমীরণে কোন মায়া ফিরিছে স্বপন কায়া
বেণুবনে কাঁপে ছায়া অলখচরণ পাতে॥