প্রবাহিণী/ঋতুচক্র/৭০
(পৃ. ১৭০)
৭০
ঝর ঝর ঝরে রঙের ঝর্না।
আয় সে রসের সুধায় হৃদয় ভর্ না॥
মুক্ত বন্যাধারায় ধারায়
চিত্ত মৃত্যু-আবেশ হারায়,
রসের পরশ পেয়ে ধরা নিত্য নবীন-বর্ণা॥
কলধ্বনি দখিন হাওয়ায় ছড়ায় গগনময়,
মর্ম্মরিয়া আসে ছুটি নবীন কিশলয়।
বনের বীণায় ছন্দ জাগে,
বসন্ত পঞ্চমের রাগে,
সুরে সুরে সুর মিলিয়ে আনন্দ গান ধর্ না॥