৭৯

“আমি  পথভোলা এক পথিক এসেছি।
সন্ধ্যাবেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা,
আমায় চেন’ কি?”
“চিনি তোমায় চিনি নবীন পান্থ,
বনে বনে ওড়ে তোমার
রঙীন বসন প্রান্ত।
ফাগুন প্রাতের উতলা গো, চৈত্র রাতের উদাসী,
তোমার পথে আমরা ভেসেছি॥”
“পথভোলা এক পথিক এসেছি।
ঘর-ছাড়া এই পাগলটাকে
এমন ক’রে কেগো ডাকে
করুণ গুঞ্জরি
যখন  বাজিয়ে বীণা বনের পথে
বেড়াই সঞ্চরি?”
“আমি তোমায় ডাক্‌ দিয়েছি, ওগো উদাসী,
আমি  আমের মঞ্জরী।
তোমায় চোখে দেখার আগে
তোমার স্বপন চোখে লাগে,
বেদন জাগে গো,—
না চিনিতেই ভাল বেসেছি॥”



“পথভোলা এক পথিক এসেছি।
যখন  ফুরিয়ে বেলা চুকিয়ে খেলা
তপ্ত ধূলার পথে
যাব ঝরা ফুলের রথে—
তখন  সঙ্গ কে ল’বি?”
“লব  আমি মাধবী।”
“যখন  বিদায়-বাঁশির সুরে সুরে
শুক্‌নো পাতা যাবে উড়ে;
সঙ্গে কে র’বি?”
“আমি র’ব, উদাস হ’ব ওগো উদাসী
আমি  তরুণ করবী।”
“বসন্তের এই ললিত রাগে
বিদায় ব্যথা লুকিয়ে জাগে,
ফাগুন দিনে গো
কাঁদন-ভরা হাসি হেসেছি।
আমি  পথভোলা এক পথিক এসেছি।”