প্রবাহিণী/ঋতুচক্র/৮১
(পৃ. ১৭৯)
৮১
ক্লান্ত বাঁশির শেষ রাগিণী বাজে শেষের রাতে।
শুক্নো ফুলের মালা এখন দাও তুলে মোর হাতে
সুরখানি ঐ নিয়ে কানে
পাল তুলে দিই পারের পানে,
চৈত্র রাতের মলিন মালা রইবে আমার সাথে॥
পথিক আমি এসেছিলেম তোমার বকুলতলে,
পথ আমারে ডাক দিয়েছে, এখন যাব চ'লে।
ঝরা যুঁথীর পাতায় ঢেকে
আমার বেদন গেলেম রেখে,
কোন্ ফাগুনে মিলবে সে যে তোমার বেদনাতে॥