গীতগান

গীতগান

আকাশ হ’তে আকাশ পথে  হাজার স্রোতে
ঝর্‌চে জগৎ ঝর্‌ণা ধারার মতো।
আমার মনের অধীর ধারা তা’রি সাথে বইচে অবিরত
দুই প্রবাহের ঘাতে ঘাতে
গান উথলায় দিনে রাতে,
গানে গানে আমার প্রাণে ঢেউ নাড়া দেয় কত।
চিত্ত-তটে চূর্ণ সে গান ছড়ায় শত শত;
আকাশ-ডোবা ধারার দোলায় দুলি অবিরত॥

নৃত্য-পাগল ব্যাকুলতা বিশ্ব পরাণে
নিত্য আমায় জাগিয়ে রাখে শান্তি না মানে॥
চিরদিনের কান্নাহাসি
ফেনিয়ে ওঠে রাশি রাশি,
তা’র পানে কোন নিদ্রাহারা নয়ন অবনত।
সেই নয়নে নয়ন আমার হোক্‌ না নিমেষহত।
আকাশ ভরা দেখার সাথে দেখ্‌ব অবিরত॥