প্রবাহিণী/গীতগান/২১
(পৃ. ১৭)
২১
আমার একটি কথা বাঁশি জানে, বাঁশিই জানে॥
ভ’রে রইল বুকের তলা,
কারো কাছে হয়নি বলা,
কেবল ব’লে গেলেম বাঁশির কানে কানে॥
আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে,
চেয়ে ছিলেম, চেয়ে-থাকা তারার সাথে
এম্নি গেল সারারাতি,
পাইনি আমার জাগার সাথী,
বাঁশিটিরে জাগিয়ে গেলেম গানে গানে॥