৩৪

কণ্ঠে নিলেম গান আমার শেষ পারাণীর কড়ি,
একলা ঘাটে রইব না গো পড়ি॥
আমার সুরের রসিক নেয়ে,
তা’রে ভোলাব গান গেয়ে,
পারের খেয়ায় সেই ভরসায় চড়ি।
পার হব কি নাই হব তা’র খবর কে রাখে,
দূরের হাওয়ায় ডাক দিল এই স্বরের পাগলাকে।
ওগো তোমরা মিছে ভাব,
আমি যাবই যাবই যাব,
ভাঙল দুয়ারকাট্ল দড়া দড়ি॥