প্রবাহিণী/পূজা/২৮
(পৃ. ৭১-৭২)
২৮
আমার আঁধার ভালো; আলোর কাছে
বিকিয়ে দেবে আপনাকে সে।
আলোরে যে লোপ ক'রে খায়
সেই কুয়াসা সর্ব্বনেশে॥
অবুঝ শিশু মায়ের ঘরে
সহজ মনে বিহার করে;
অভিমানী জ্ঞানী তোমার
বাহির দ্বারে ঠেকে এসে॥
তোমার পথ আপনায় আপনি দেখায়
তাই বেয়ে মা চলব সোজা।
যা’রা পথ দেখাবার ভীড় করে গো
তা’রা কেবল বাড়ায় খোঁজা॥
ওদের সমারোহে ভুলিয়ে আনে,
এসে দেখি দেউল পানে,
আপন মনের বিকারটাকে
সাজিয়ে রাখে দেবতা-বেশে॥