প্রবাহিণী/প্রত্যাশা/১৩

১৩

জ্বলে নি আলো অন্ধকারে,
দাও না সাড়া কি তাই বারে বারে
তোমার বাঁশি আমার বাজে বুকে,
কঠিন দুখে গভীর সুখে,
যে জানে না পথ কাঁদাও তারে॥
চেয়ে রই রাতের আকাশ পানে,
মন যে কী চায় তা মনই জানে ৷

আশা জাগে কেন অকারণে
আমার মনে ক্ষণে ক্ষণে
ব্যথার টানে তোমায় আনবে দ্বারে॥